শুদ্ধ সংগীত পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
- আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০১:৫৪:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০১:৫৪:২৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জের সাংস্কৃতিক সংগঠন ‘শুদ্ধ সংগীত পরিষদ’-এর উদ্যোগে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্র ও শনিবার এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উচ্চাঙ্গ সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত এবং দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, ব্যাংক কর্মকর্তা গৌতম তালুকদার, সংগীত শিল্পী সন্তোষ কুমার চন্দ মন্তোষ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী চন্দনা দেবী হাজং, এ্যানী দত্ত, অনামিকা কর। তবলায় সহযোগিতা করেন মনতোষ ঋষি। -সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ