সুনামগঞ্জ , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখ থুবড়ে পড়েছে ছাতক স্লিপার কারখানা নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন পার্লামেন্ট হিল অটোয়া: সুখেন্দু সেন টাঙ্গুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধন গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয় : আইএসপিআর মসজিদে ঢুকে নামাজরত ভাইকে হত্যা চৌধুরী মনসুর আহমদ স্মরণে শোকসভা, তিনি মানবিক গুণাবলিতে পরিপূর্ণ মানুষ ছিলেন ষড়যন্ত্র রুখতে মাঠে থাকবে যুবদল টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে বিরূপ ভিডিও পোস্ট, প্রতিবাদে থানায় জিডি দোয়ারাবাজারে গ্রামীণ রাস্তা পাকাকরণের দাবি জামায়াতের বিক্ষোভ মিছিল তাহিরপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই এনসিপি’র সমাবেশে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ নাব্যতা হারাচ্ছে খাসিয়ামারা নদী দ্রুত খননের দাবি সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়েন সারজিস-হাসনাতরা জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা সুনামগঞ্জ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা “রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”

দোয়ারাবাজারের বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবি

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ১০:৪৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ১০:৪৬:৫৩ অপরাহ্ন
দোয়ারাবাজারের বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবি
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার থেকে ছাতকের নোয়ারাই পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক ও নরসিংপুর থেকে নোয়ারাই ১০ কিলোমিটার সড়কের দীর্ঘমেয়াদি অব্যবস্থাপনা ও চলমান সংস্কারকাজের অনিয়মের তদন্তপূর্বক দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের নিকট লিখিত আবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ) মহিদ হাসান শান্ত। আবেদনে উল্লেখ করা হয়, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার থেকে ছাতক উপজেলার নোয়ারাই ১২ কিলোমিটার সড়ক এবং দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর থেকে ছাতকের নোয়ারাই ১০ কিলোমিটার সড়কের বেহাল দশা বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দুটি দিয়ে ছাতক ও দোয়ারাবাজার এই দুই উপজেলার লক্ষাধিক মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। শুকনো মৌসুমে খানাখন্দ দিয়ে যানবাহন চলাচল করে। বর্ষায় গর্তে পানি জমে যান চলাচলের বিপর্যয় সৃষ্টি হয়। এতে বিশেষ করে শিক্ষার্থী, গর্ভবতী নারী ও রোগীসহ ব্যবসায়িক পণ্যসামগ্রী পরিবহনে বিঘœ সৃষ্টি হয়। লিখিত আবেদনে উল্লেখ করা হয়, ২০১৬ সালে ১ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে রাস্তা দুটির সংস্কার কাজের টেন্ডার হয়। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু থেকেই গুরুতর অনিয়মে জড়িয়ে পড়ে। পুরাতন কংক্রিট ও রড দিয়ে দায়সারাভাবে সংস্কারকাজ করা হয়েছে। নি¤œমানের বালু ও সিমেন্ট ব্যবহারের কারণে ক’দিন যেতে না যেতেই ঢালাই উঠে যায়। কাজ চলে ধীরগতিতে এবং কাজের কোন তদারকি নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ) মহিদ হাসান শান্ত বলেন, বাংলাবাজার টু নোয়ারাই এবং নরসিংপুর টু নোয়ারাই চলাচলের অনুপযোগী সড়ক দুটির পূর্ণ সংস্কার কাজ দ্রুত স¤পন্ন করতে এবং পূর্বের সংস্কার কাজের অনিয়ম-দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভবিষ্যতে নির্মাণকাজে গুণগতমান নিশ্চিতসহ নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিতভাবে দাবি জানিয়েছি। এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীরা দোয়ারাবাজার উপজেলার বেহাল সড়কগুলোর সংস্কারের দাবি জানিয়েছে। দোয়ারাবাজারের সড়কগুলো সংস্কারের জন্য আমরা এলজিইডি’র পক্ষ থেকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের বিভিন্ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স