সুনামগঞ্জ , বুধবার, ০৭ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ-জয়নগর সড়ক এক যুগেও সংস্কার হয়নি : দুর্ভোগে লাখো মানুষ মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে প্রতিবেশী খুন এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শুরু অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা বাউল শাহ আবদুল তোয়াহেদের দোয়ারাবাজারের বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবি ৭ বছরেও শেষ হলো না সেতুর কাজ শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ৫ পরিবার নিঃস্ব কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব বিজয়ীদের পুরস্কার প্রদান কয়লা কোয়ারিতে মাটি চাপায় শ্রমিক নিহত ছুরিকাঘাতে শিশুকে হত্যা উন্নয়নকাজে অনিয়ম পেলে ঠিকাদার-প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা : অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে বিএনপি সমর্থকদের হামলা মরে যাচ্ছে কানাইখালী নদী জেলায় উৎপাদন হবে ৩২০ কোটি টাকার বাদাম ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে জখম করল বখাটেরা ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউইয়র্কের গোলামি করার জন্য নয় : মামুনুল হক আন্তর্জাতিক সংস্থা আইএসএইচআর-এ নিয়োগ পেলেন হাসান হামিদ

মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে প্রতিবেশী খুন

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০১:০৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০১:০৮:৩৮ পূর্বাহ্ন
মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে প্রতিবেশী খুন
স্টাফ রিপোর্টার :: মাতলামি করতে বাধা দেয়ায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে মো. আল মুবিন (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত আল-মুবিন পৌর শহরের পূর্ব তেঘরিয়ার মৃত শামসুল হকের ছেলে। বর্তমানে পরিবারসহ তিনি নতুনপাড়ায় বসবাস করছিলেন। ঘটনার পর ঘাতক হৃদয় বণিককে (৩০) তার নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। সে নতুনপাড়ার রবি বণিকের পুত্র। স্থানীয়রা জানান, বখাটে হৃদয় বণিক মাদকাসক্ত। নেশা করে এলাকায় গালিগালাজ করা তার নিত্যদিনের কাজ। আল-মুবিনের বাড়ি পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনের ছাদে বসে হৃদয় বণিকসহ কয়েকজন নেশা করতো। মঙ্গলবার বিকেলে সেখানে হৃদয় একাই গিয়েছিল। তাকে মাতলামি করতে দেখে আল-মুবিন এগিয়ে গিয়ে এসব করতে বারণ করেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে হৃদয় মুবিনকে ছুরিকাঘাতে করে। আহত মুবিন বালুর স্তূপে পড়ে গেলে হৃদয় আরও কয়েকবার তাকে ছুরিকাঘাত করে। এসময় আশপাশে খেলতে থাকা শিশুরা ঘটনাটি দেখে মুবিনের পরিবারের লোকদের জানায়। পরে স্বজনরা এসে আল-মুবিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন আল-মুবিন। এদিকে ঘটনার পর ঘাতক হৃদয় বণিক নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে। খবর পেয়ে দীর্ঘ দু’ঘণ্টার অভিযানে পুলিশ তাকে আটক করে। সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম বলেন, অভিযান চালিয়ে ঘাতককে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নতুনপাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স