সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন তৎকালীন আইজিপির বর্ণনায় ৫ আগস্ট সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন জামালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা : রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন শিক্ষাক্ষেত্রে সুনামগঞ্জকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই : জেলা প্রশাসক অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিলেন জেলা প্রশাসক স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা প্রকৌশলী কামরুল হকের মৃত্যু নিয়ে রহস্য স্বজনদের দাবি ‘পরিকল্পিত হত্যা’ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে নৌ ও বিমান বাহিনী সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল উদ্বোধন অকেজো ১০ হাজার নলকূপ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জামালগঞ্জে যুবদলের কর্মী সমাবেশে কৃষক লীগ নেতা! ‎সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম, সম্পাদক জসিম মাছশূন্য হাওর, সংকটে জল-জীবিকা ব্রিটিশ-বাংলাবাজার সড়ক বেহাল : দুর্ভোগে হাজারো মানুষ ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

হাওরের সমস্যা স্থায়ী সমাধানে দ্রুত উদ্যোগ নিন

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০১:৪০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০১:৪০:২৮ পূর্বাহ্ন
হাওরের সমস্যা স্থায়ী সমাধানে দ্রুত উদ্যোগ নিন
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বিস্তীর্ণ হাওরাঞ্চল একটি অনন্য ভৌগোলিক ও পরিবেশগত অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও কৃষিপ্রধান অর্থনীতির জন্য হাওর অঞ্চল পরিচিত হলেও এখানে বসবাসরত মানুষের জীবনমান তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। প্রায় প্রতি বছর বন্যা, ফসলহানি, যোগাযোগের দুর্বলতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব হাওরবাসীর অন্যতম সমস্যা। আমাদের সুনামগঞ্জের হাওরাঞ্চল দেশের কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবছর এই অঞ্চলের বোরো ধান দেশের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখে। তবে আগাম বন্যা, দুর্বল বাঁধ, অনিয়ম ও দেরি হওয়া বিল প্রদানের কারণে কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হন। তাই পানি স¤পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল্লাহ আল আরিফের সদ্য ঘোষিত বক্তব্যে হাওরের সমস্যা সমাধানে স্থায়ী উদ্যোগের অঙ্গীকার নিঃসন্দেহে এক আশাব্যঞ্জক বার্তা বহন করে। যুগ্ম সচিব যথার্থভাবেই বলেছেন, হাওরের প্রকৃতি, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সবচেয়ে বেশি জানেন এখানকার মানুষরাই। স্থানীয় কৃষকদের অন্তর্ভুক্ত করে কাজ করার এ ধারা হাওর উন্নয়নে টেকসই ও কার্যকর সমাধান নিশ্চিত করবে। বিশেষ করে কাবিটা নীতিমালার প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাব গ্রহণ ও তা মন্ত্রণালয়ে আলোচনা করার উদ্যোগ নিঃসন্দেহে একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক পদক্ষেপ। এছাড়া যুগ্ম সচিবের বক্তব্যেই উঠে এসেছে যে, বাঁধ নির্মাণ শেষ হলেও বিল পরিশোধে দীর্ঘসূত্রিতা এখনো অন্যতম সমস্যা। এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। গত বৃহস্পতিবার মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া কর্তৃক “কৃষকদের নিয়ে আনন্দ আয়োজন” করার যে ঘোষণা এসেছে, তা শুধু উৎসব নয়, একটি দায়িত্বশীল ও মানবিক প্রশাসনিক মনোভাবের প্রকাশ। এই উদ্যোগ সফল হোক। তবে এটাও সত্য, কেবল আশ্বাস নয়, চলমান ও ভবিষ্যৎ কর্মকা-ে এই প্রতিশ্রুতিগুলোর প্রতিফলন ঘটাতে হবে। বাঁধ নির্মাণ, রক্ষণাবেক্ষণ, অর্থ ছাড় ও স্থানীয় অংশগ্রহণ, হাওরের জীববৈচিত্র্য রক্ষা, নদী রক্ষা, সর্বোপরি হাওরবাসীর জীবনমান উন্নয়ন - সবকিছুতেই চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সুশাসন। আমরা মনে করি, হাওরের সমস্যার স্থায়ী সমাধান তখনই সম্ভব, যখন স্থানীয় জনগণ, প্রশাসন ও নীতিনির্ধারকরা একযোগে কাজ করবেন এবং কথার চেয়ে কাজে অগ্রাধিকার দেওয়া হবে। আশা করি, এবারের অঙ্গীকার বাস্তবতায় রূপ নেবে, আর হাওরের কৃষক নতুন করে বিশ্বাস স্থাপন করতে পারবেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ওপর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন

দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন