সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

শ্রেণিকক্ষে শিক্ষিকা লাঞ্ছিতের প্রতিবাদে অবস্থান কর্মসূচি:দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  • আপলোড সময় : ০১-০৯-২০২৪ ১০:০৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৪ ১০:০৬:২২ পূর্বাহ্ন
শ্রেণিকক্ষে শিক্ষিকা লাঞ্ছিতের প্রতিবাদে অবস্থান কর্মসূচি:দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকাকে লাঞ্ছিতের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষকরা। তারা অভিযুক্ত লায়েক খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন প্রশাসনকে। শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে অন্যান্য শ্রেণিপেশার মানুষজনও অংশ নেন। গত ২৯ আগস্ট বৃহস্পতিবার উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানকালে শিক্ষিকা ভাষা রায়কে আটঘর গ্রামের লায়েক খান শ্রেণিকক্ষে ঢুকে চুলের মুঠি ধরে মারপিট করেন। পরে অন্য শিক্ষকরা ভাষা রায়ের আর্তচিৎকারে এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা হামলাকারী লায়েক খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এদিকে শিক্ষিকার সঙ্গে ন্যাক্কারজনক এ ঘটনাটি ধামাচাপা দিতে নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। এ ঘটনায় উপজেলায় প্রাথমিক শিক্ষক পরিবারে ক্ষোভ বিরাজ করছে। জগন্নাথপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে উপজেলার প্রাথমিক পরিবারের সর্বস্তরের শিক্ষকরা অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে, শিক্ষক রজত কান্তি দাস, গোপাল চন্দ্র দাস, আলমগীর হোসেন, সালেহা পারভীন, শাহজাহান সিরাজ, নুরুল হক, পুষ্পিতা রানী তালুকদার, ভুক্তভোগী শিক্ষিকা ভাষা রায় ও তাঁর স্বামী জয় চৌধুরী প্রমুখ। ভুক্তভোগী শিক্ষিকা ভাষা রায় বলেন, বিদ্যালয়ের চারপাশে পানি থাকায় বিদ্যালয়ে ভর্তিবিহীন এক শিশুকে স্কুলের দপ্তরি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিশুর বাবা লায়েক খান আমার ওপর অতর্কিত হামলা করেন। আমি এর বিচার চাই। বিচারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে লিখিত অভিযোগ দিয়েছি। উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীকে গ্রেফতার না করা হয়; তাহলে শ্রেণি পাঠদান বন্ধ রাখা হবে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত সকল শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স