দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে সুদের টাকার চাপ সইতে না পেরে সুরুজ আলী (৩৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
তিনি উপজেলা সদরের কামারপট্টি এলাকার বাসিন্দা ও মৃত সাজেদুর রহমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার ভোরে দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের কামারপট্টির নিজ বাসায় ওই যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোরে সুরুজ আলীর মা নিজের বসতঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন। সকালে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সুরুজ আলীর ভাই ফটিক উদ্দিন জানান, সুদের টাকার দিতে না পেরে আমার ভাই আত্মহত্যা করেছে। তিনি ১০ লক্ষ টাকা সুদে এনেছিল।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, সুদের টাকার চাপে সুরুজ আলী আত্মহত্যা করেছে বলে পরিবারের কাছ থেকে জানতে পেরেছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুদের টাকার চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
- আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১০:৫৩:৩৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৫-২০২৫ ১২:২৪:২৩ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ