সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নিবে না : কয়ছর এম আহমেদ জামিন মিলেনি, ৬ আওয়ামী লীগ নেতা কারাগারে সংকট মোকাবিলায় প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ জেলায় কোরবানির জন্য প্রস্তুত ৫৪,৮৫৪ পশু বগুড়ায় উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ আ.লীগ নেতার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি আট ইউপি সদস্যের সদর হাসপাতাল সংলগ্ন সড়ক অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত হল ফুটপাত কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলায় সাক্ষ্য দিলেন আরও ৭ জন এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু বরাদ্দের ৩ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান কৃষকদের সাথে আনন্দ ভাগাভাগি করলেন জেলা প্রশাসক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে সকলের সহযোগিতা চাই : জেলা প্রশাসক সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবিতে জনসভা প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মদ জব্দ আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার : উপদেষ্টা আসিফ পথে যেতে যেতে : পথচারী সম্মিলিত প্রচেষ্টায় স্বপ্নের সুনামগঞ্জ গড়তে চাই - জেলা প্রশাসক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত

পল্লী বিদ্যুৎ নিয়োগ পরীক্ষায় উত্তর আসছিল ‘বিশেষ ডিভাইসে’

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১১:০৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ১২:২৩:২৪ পূর্বাহ্ন
পল্লী বিদ্যুৎ নিয়োগ পরীক্ষায় উত্তর আসছিল ‘বিশেষ ডিভাইসে’
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার-কাম মেসেঞ্জার পদে নিয়োগ পরীক্ষায় ‘বিশেষ ডিভাইস’ ব্যবহার করে উত্তরপত্র পূরণের সময় ১২০ জন পরীক্ষার্থী হাতেনাতে ধরা পড়েছেন।
তাদের পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ না করায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম।
শুক্রবার বিকেলে শহরের পাঁচটি কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রগুলো হল- সুনামগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, এইচএমপি উচ্চ বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয় ও সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়।

পুলিশ ও পল্লীবিদ্যুত কর্তৃপক্ষ বলছে, প্রতারকচক্রের সঙ্গে ৫-৬ লাখ টাকার চুক্তিতে এই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা শুরুর পরই দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সন্দেহজনক আচরণ লক্ষ করেন। ৫০ মিনিটের ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় কিছু পরীক্ষার্থী প্রশ্ন না পড়েই উত্তর দাগাচ্ছিলেন।
এ সময় তাদের কাছ থেকে বিশেষ ধরনের ডিভাইস উদ্ধার করা হয়, যা দেখতে ব্যাংক কার্ডের মত এবং ক্ষুদ্র কর্ডলেস ইয়ারফোনের সঙ্গে যুক্ত। এইচএমপি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২৬৯ জন পরীক্ষার্থীরমধ্যে ৫৬ জন বহিষ্কৃত হয়েছেন এভাবে জালিয়াতির অভিযোগে। এই কেন্দ্রের শিক্ষক বিজয় তালুকদার জানান, প্রথমে একজনের জালিয়াতি ধরে ফেলার পর বাকিদের কাছেও একই ডিভাইস পাওয়া যায়। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা অনেকের কান থেকে ইয়ারফোনটি বের করেন। কেউ শার্টের কলারে, কেউ আবার বেল্টে ডিভাইসের অংশ লুকিয়ে রেখেছিলেন। শিক্ষকদের জিজ্ঞাসাবাদে ওই প্রার্থীরা বলেছেন, ডিভাইসগুলো মোবাইল সিম দিয়ে চালাতে হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর অপর প্রান্ত থেকে তাদের উত্তর বলে দেওয়া হচ্ছিল। এইচএমপি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস বলেন, এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতির ঘটনা সুনামগঞ্জে এই প্রথম। অংশগ্রহণকারী কেউ স্থানীয় নয়; তারা একটি সংঘবদ্ধ চক্রের সহায়তায় এ কাজ করেছে।
​​​​​পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিলন কুমার কুন্ডু জানান, পাঁচটি কেন্দ্রে মোট ১,৩০০ জন পরীক্ষায় অংশ নেন। আগেই সতর্কবার্তা থাকায় পরীক্ষা চলাকালে এসব জালিয়াতি ধরা পড়ে। পুলিশকে বলা হয়েছে মূল চক্র শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। মূল চক্রের সন্ধান জরুরি। না হলে তারা আগামীতে সব পরীক্ষায় এমন অনিয়ম করবে। তবে কাউকে আটক করা হয়নি

জানিয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কোনো লিখিত অভিযোগ না দেওয়ায় বহিষ্কৃত পরীক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামিন মিলেনি, ৬ আওয়ামী লীগ নেতা কারাগারে

জামিন মিলেনি, ৬ আওয়ামী লীগ নেতা কারাগারে