সুনামগঞ্জ , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখ থুবড়ে পড়েছে ছাতক স্লিপার কারখানা নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন পার্লামেন্ট হিল অটোয়া: সুখেন্দু সেন টাঙ্গুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধন গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয় : আইএসপিআর মসজিদে ঢুকে নামাজরত ভাইকে হত্যা চৌধুরী মনসুর আহমদ স্মরণে শোকসভা, তিনি মানবিক গুণাবলিতে পরিপূর্ণ মানুষ ছিলেন ষড়যন্ত্র রুখতে মাঠে থাকবে যুবদল টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে বিরূপ ভিডিও পোস্ট, প্রতিবাদে থানায় জিডি দোয়ারাবাজারে গ্রামীণ রাস্তা পাকাকরণের দাবি জামায়াতের বিক্ষোভ মিছিল তাহিরপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই এনসিপি’র সমাবেশে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ নাব্যতা হারাচ্ছে খাসিয়ামারা নদী দ্রুত খননের দাবি সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়েন সারজিস-হাসনাতরা জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা সুনামগঞ্জ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা “রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”

সুদের ফাঁদে যুবকের জীবনাবসান : সমাজ ও রাষ্ট্রের সতর্ক হওয়ার সময় এখনই

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০১:৫৭:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০১:৫৭:২৮ পূর্বাহ্ন
সুদের ফাঁদে যুবকের জীবনাবসান : সমাজ ও রাষ্ট্রের সতর্ক হওয়ার সময় এখনই
দোয়ারাবাজারে সুরুজ আলী নামের এক যুবকের আত্মহত্যার খবর হৃদয়বিদারক ও গভীরভাবে উদ্বেগজনক। সুদের টাকার চাপে পড়ে মাত্র ৩৪ বছর বয়সে একজন মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন - এটি শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং আমাদের সমাজে ক্রমবর্ধমান একটি সংকটের প্রতিফলন। অবৈধ ঋণপ্রদান এবং উচ্চহারে সুদ আদায়ের চর্চা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে অনেক আগেই ভয়াবহ রূপ নিয়েছে। গ্রামীণ অর্থনীতির কাঠামো দুর্বল হওয়ায় সাধারণ মানুষ সহজেই এই অনৈতিক চক্রের শিকার হন। যখন একজন মানুষ বৈধ উৎস থেকে সহায়তা পান না, তখন তিনি বাধ্য হয়ে সুদখোরদের কাছে আশ্রয় নেন - ফলে শুরু হয় অর্থনৈতিক, সামাজিক ও মানসিক বিপর্যয়ের চক্র। সুরুজ আলীর ১০ লক্ষ টাকা সুদে নেওয়া এবং তা পরিশোধে অক্ষম হওয়ায় আত্মহত্যা করা কেবল একটি ঘটনার বিবরণ নয়, এটি আরও অনেক নিঃশব্দ আর্তনাদের প্রতিনিধিত্ব করে। অনেকেই হয়তো প্রতিনিয়ত এই চাপের মুখে দিন কাটাচ্ছেন, কিন্তু তাদের কণ্ঠ চাপা পড়ে থাকে লোকলজ্জা, ভয় বা বিচারহীনতার কারণে। এই ঘটনার মাধ্যমে কিছু জরুরি প্রশ্ন সামনে আসে- কেন বৈধ আর্থিক প্রতিষ্ঠানগুলো সহজ শর্তে ঋণপ্রদান করতে ব্যর্থ হচ্ছে? স্থানীয় প্রশাসন কেন সুদকারবারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না? সমাজে সচেতনতা বাড়াতে এবং আইনি প্রতিকার পেতে মানুষ কীভাবে সহায়তা পেতে পারে? এখন সময় হয়েছে, সরকার, প্রশাসন ও নাগরিক সমাজ একযোগে কাজ করে সুদের চক্রকে প্রতিহত করার। দরকার আর্থিক শিক্ষা, বিকল্প অর্থায়নের সুযোগ এবং আইনের কঠোর প্রয়োগ। আর সবচেয়ে জরুরি, যেন আর কোনো সুরুজ আলীকে এমন নির্মম পরিণতি বরণ করতে না হয়। এই মৃত্যু যেন আমাদের চোখ খুলে দেয়। এটি যেন না হয় শুধুই আরেকটি সংবাদ- বরং একটি মোড় ঘোরানো বাস্তবতা, যা থেকে আমরা শিক্ষা নিই এবং প্রতিরোধ গড়ে তুলি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স