সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন তৎকালীন আইজিপির বর্ণনায় ৫ আগস্ট সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন জামালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা : রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন শিক্ষাক্ষেত্রে সুনামগঞ্জকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই : জেলা প্রশাসক অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিলেন জেলা প্রশাসক স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা প্রকৌশলী কামরুল হকের মৃত্যু নিয়ে রহস্য স্বজনদের দাবি ‘পরিকল্পিত হত্যা’ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে নৌ ও বিমান বাহিনী সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল উদ্বোধন অকেজো ১০ হাজার নলকূপ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জামালগঞ্জে যুবদলের কর্মী সমাবেশে কৃষক লীগ নেতা! ‎সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম, সম্পাদক জসিম মাছশূন্য হাওর, সংকটে জল-জীবিকা ব্রিটিশ-বাংলাবাজার সড়ক বেহাল : দুর্ভোগে হাজারো মানুষ ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সাংবাদিকদের সাথে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ তামীমের মতবিনিময়

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৮:২১:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৮:২১:৪১ পূর্বাহ্ন
সাংবাদিকদের সাথে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ তামীমের মতবিনিময়
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাও. সৈয়দ তামীম আহমদ। সোমবার বিকাল ৩টায় শান্তিগঞ্জ বাজারের একটি কার্যালয়ে এই সভা করেন তিনি। সভায় আগামী নির্বাচনে তাঁর মনোনয়ন প্রাপ্তি, মনোনয়ন পেলে করণীয়, জমিয়তের জোটে থাকা না থাকা ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালসহ নানা বিষয়ে কথা বলেন সৈয়দ তামীম। তিনি বলেন, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা হচ্ছে জমিয়তের ঘাটি। এ আসন থেকে এর আগে জমিয়তের অনেক বুজুর্গগণ নির্বাচন করেছিলেন। এমপিও ছিলেন। এরই ধারাবাহিকতায় আগামী সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে সুনামগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন চাইবো। এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। দল মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে মাও. তামীম বলেন, মাঠ পর্যায়ে জমিয়তের লোকদের অভাব নেই। দল মনোনয়ন দিলে জয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। নির্বাচিত হলে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়নে বিশেষভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এছাড়া বেকারত্ব দূরীকরণে করণীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন বলে জানিয়েছেন জমিয়তের এই নেতা। ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনের চেষ্টাও করবেন তিনি। তিনি বলেন, যদি দল অন্য কাউকে মনোনীত করে আমি দলের নির্দেশ মেনে তার সাথে কাজ করবো। আমাদের দলে কোনো গ্রুপিং রাজনীতি নেই। আমাদের দল একটি নিবন্ধিত শৃঙ্খল দল। আমাদের দলের নামে যারা মনোনয়ন চাইছেন তারা কোনোভাবেই আমাদের দলভুক্ত নন। মনোনয়ন চাওয়া তাদের রাজনৈতিক অধিকার তারা চাইতেই পারেন। ইসলামী সমমনা দলগুলোকে নিয়ে কোনো জোটের পরিকল্পনা আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত তেমন কোনো সম্ভাবনা দেখছেন না। তবে হলে হতেও পারে। দলের ‘হাই কমান্ড’ থেকে এমন সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করেন তিনি। তিনি বলেন, দল যে সিদ্ধান্ত নেবে আমরা সে অনুযায়ী কাজ করবো। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইস্যুতে তিনি বলেন, বর্তমানে যে জায়গাটি নির্বাচন করা হয়েছে, এটিই বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত জায়গা। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি, বড় ধরনের অসুবিধা না থাকলে যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু করা হোক। এই জায়গাটি মধ্যম স্থান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি ডা. আবদুল ওয়াহিদ, সাধারণ স¤পাদক মাও. আবদুল হাই, যুগ্ম সাধারণ স¤পাদক মাও. আতিকুর রহমান, সুনামগঞ্জ সদর জমিয়তের সাধারণ স¤পাদক মাও. রমজান হোসাঈন ও শান্তিগঞ্জ জমিয়তের যুব বিষয়ক স¤পাদক গাজী আবুল কালাম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন

দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন