সুনামগঞ্জ , বুধবার, ১৪ মে ২০২৫ , ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি আট ইউপি সদস্যের সদর হাসপাতাল সংলগ্ন সড়ক অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত হল ফুটপাত কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলায় সাক্ষ্য দিলেন আরও ৭ জন এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু বরাদ্দের ৩ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান কৃষকদের সাথে আনন্দ ভাগাভাগি করলেন জেলা প্রশাসক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে সকলের সহযোগিতা চাই : জেলা প্রশাসক সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবিতে জনসভা প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মদ জব্দ আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার : উপদেষ্টা আসিফ পথে যেতে যেতে : পথচারী সম্মিলিত প্রচেষ্টায় স্বপ্নের সুনামগঞ্জ গড়তে চাই - জেলা প্রশাসক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ছাতক-দোয়ারাবাজারে লিচুর বাম্পার ফলন, চাষীদের মুখে হাসি জেলা জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ সেলিনা হায়াৎ আইভী কারাগারে ধানের পর খড়ের জন্য কৃষকের ব্যস্ততা সংগ্রহ হবে আড়াইশ কোটি টাকার গো-খাদ্য
হাওরে ফসল কর্তন সমাপনী উৎসব উদযাপন

কৃষকদের সাথে আনন্দ ভাগাভাগি করলেন জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ১১:৫১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১২:০০:৪৪ পূর্বাহ্ন
কৃষকদের সাথে আনন্দ ভাগাভাগি করলেন জেলা প্রশাসক ছবি : ফসল কর্তন সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।
তানভীর আহমেদ ::
তাহিরপুর উপজেলার শনির হাওরে ফসল কর্তন সমাপনী উৎসব-২০২৫ উদযাপন করা হয়েছে

মঙ্গলবার (১৩ মে) বিকেলে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়। ফসল কর্তন সমাপনী উৎসবে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, চলতি বোরো মৌসুমে আল্লাহর অশেষ রহমতে সুনামগঞ্জের হাওরগুলোর সম্পূর্ণ ফসল কর্তন সম্পন্ন হয়েছে। নন হাওরে কিছু ফসল কর্তন বাকি রয়েছে কিন্তু সেগুলো তেমন ঝুঁকিতে পড়বে না। কৃষক নন হাওরের ধানগুলো খুব ধীরে স্বস্তিতে কর্তন করতে পারবেন। তিনি বলেন, হাওরের ধান কাটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ধান কাটা সম্পন্নের পর এই অঞ্চলের কৃষকরা আমাদের জানিয়েছেন যে এই বছর একদম নির্বিঘ্নে, নিরাপদে ধান কাটতে পেরেছেন। এছাড়া কৃষকরা মাশা-আল্লাহ ফলনও ভালো পেয়েছেন।
এজন্য আমরা সকলে মিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, পাশাপাশি কৃষকদের সাথে একটু আনন্দ ভাগাভাগি করতে চাই। মূলত এই কারণেই এবছর আমরা শনির হাওরে ফসল ফসল কর্তন সমাপনী উৎসবের আয়োজন করা হয়েছে।
আমরা হাওরের কৃষকদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সবাইকে নিয়ে একসাথে জিলাপি-মুড়ি খাওয়ার লক্ষ্যে এই আয়োজন করেছি। কৃষকরা সারাবছর তাদের শ্রম ঘাম দিয়ে পরিশ্রম করে যে ফসল ফলিয়েছেন সেই ফসল দেশের অর্থনীতি শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরো বলেন, এই বছর সরকার কৃষকদের কথা চিন্তা করে ধানের যে মূল্য নির্ধারণ করেছেন তাতে আমাদের কৃষকরা উপকৃত হবেন। কৃষি কাজ করতে গিয়ে যে খরচ হয় তার বাস্তব প্রেক্ষাপট বিবেচনা করে সরকার প্রতি মণ ধানের দাম ১৪৪০ টাকা নির্ধারণ করেছেন। সরকার ধানের দাম বৃদ্ধি করায় বাজারে এর প্রভাব পড়েছে। কৃষকরা যেই ধান বাজারে ৭শ থেকে ৮শ টাকায় বিক্রি করবে বলে আশা করছিল এখন সেই ধান মাঠে ১১শ থেকে ১২শ টাকায় কৃষকরা বিক্রি করছেন। এতে করে কিন্তু আমাদের কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
এছাড়া কৃষকরা যদি সরকারি ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করেন তাহলে প্রতি মণ ধান ১৪৪০ টাকায় বিক্রি করতে পারছেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে কৃষি বিভাগের তথ্য মতে সাড়ে ৪ হাজার কোটি টাকার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এবছর আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫ হাজার কোটি টাকার ধান উৎপাদন হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
উপজেলা সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস সীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ,
জেলা কৃষকদলের আহ্বায়ক ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনূর আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুনাব আলী, শ্রীপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে কৃষক-কৃষাণীদের মাঝে ছাতা ও শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরাদ্দের ৩ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

বরাদ্দের ৩ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান