স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে কমিটির সদ্য বিদায়ী সভাপতি জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত সর্বসম্মতিক্রমে দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ফেনারবাঁক ইউনিয়নের সেলিমগঞ্জ বাজারের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুল ইসলাম তালুকদারকে সভাপতি ও সাচনা বাজার ইউনিয়নের আব্দুল মুকিত চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান আহমদ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক এবং জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিব আহমেদকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২৩ এপ্রিল উপজেলার সকল স্কুল প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানকে আহ্বায়ক ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যোর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জ মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন
- আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১২:২২:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১২:৫৪:১৮ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ