বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক হলেন মল্লিক আহসান উদ্দিন সামী
- আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১২:২৬:১৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১২:২৬:১৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন ঢাকা ডিএমপি উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী। তিনি সুনামগঞ্জের কৃতী সন্তান। চলতি মাসের ৩ তারিখে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও গাজীপুর পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৫ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সুনামগঞ্জের কৃতী সন্তান ঢাকা ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন আহমেদ সোহেলের পুত্র।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ