সুনামগঞ্জ , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা : রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন শিক্ষাক্ষেত্রে সুনামগঞ্জকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই : জেলা প্রশাসক অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিলেন জেলা প্রশাসক স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা প্রকৌশলী কামরুল হকের মৃত্যু নিয়ে রহস্য স্বজনদের দাবি ‘পরিকল্পিত হত্যা’ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে নৌ ও বিমান বাহিনী সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল উদ্বোধন অকেজো ১০ হাজার নলকূপ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জামালগঞ্জে যুবদলের কর্মী সমাবেশে কৃষক লীগ নেতা! ‎সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম, সম্পাদক জসিম মাছশূন্য হাওর, সংকটে জল-জীবিকা ব্রিটিশ-বাংলাবাজার সড়ক বেহাল : দুর্ভোগে হাজারো মানুষ ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হাউসবোটে নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা পর্যটকদের উদ্বেগ বাংলাবাজার ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ
দুই দফা হামলা, বসতঘর ভাঙচুর-লুটপাট, ৫ মাসের সন্তানকে ছুড়ে ফেলে মাকে মারধর

জামাগঞ্জে ভূমি সংক্রান্ত বিরোধের জের প্রভাবশালীর দাপটে অসহায় কৃষক পরিবার

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০১:০১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০১:০১:২৮ পূর্বাহ্ন
জামাগঞ্জে ভূমি সংক্রান্ত বিরোধের জের প্রভাবশালীর দাপটে অসহায় কৃষক পরিবার
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামে বসতভিটার ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কৃষক পরিবারের বসতঘরে দুই দফা ভাঙচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা ঘটেছে ৩ মে শনিবার বিকাল ৪টায় এবং ২য় ঘটনা ঘটেছে ৫ মে সোমবার সকাল ৮টায়। এ ঘটনায় জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলায় আহত হয়েছেন কৃষক রিপন মিয়া (৪০), স্ত্রী হেলেনা বেগম (৩২), রাজু মিয়ার স্ত্রী সাহেরা খাতুন (৬৫) ও ৫ মাসের সন্তান। তারা প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ থেকে জানাযায়, জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামে বসতভিটার জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতঘরে হামলা করে একই গ্রামের বাসিন্দা মৃত গিয়াস উদ্দিনের ছেলে রহিম মিয়া (২৫), লিটন মিয়া (৩০), পারভেজ মিয়া (৩৩), সাইক মিয়া (২০), গোল আহমদের ছেলে গিয়াস উদ্দিন (৬৫), নোয়াগাঁও গ্রামের কালা মিয়ার ছেলে এমদাদুল হক (৪০)। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বসতভিটা নিয়ে একাধিকবার ঘটনা করেছে প্রবাসী রহিম মিয়ার পরিবার ও তার স্বজনেরা। মারামারির ঘটনায় অনেকবার সালিশ হয়েছে। তবুও তাদেরকে থামানো যাচ্ছে না। এদেরকে দ্রুত আইনের আওতায় আনা জরুরি প্রয়োজন। কৃষক রিকন মিয়ার স্ত্রী হেলেনা বেগম বলেন, আমার ৫ মাসের সন্তানকে কোল থেকে ছিনিয়ে ছুড়ে ফেলেছে প্রবাসী রহিম মিয়া। পরে আমাকে বেধড়ক মারপিট করেছে। আমার সন্তানের কানে দিয়ে রক্তক্ষরণ হয়েছে। সন্তানের চিকিৎসা চলছে। গুরুতর আহত রিকন মিয়া বলেন, আমাদের বসতভিটায় জায়গা দাবি করে কয়েকবার মারধর করেছে প্রবাসী রহিম মিয়া ও তার স্বজনেরা। আমাদের বসতঘর ভাঙচুর করেছে, টাকাও লুট করেছে। মারামারির ঘটনার সময় আমার পকেট থেকে সাড়ে ৭ হাজার টাকা এবং ঘরে থাকা ধান বিক্রির আরও ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এই ঘটনায় আমরা থানায় মামলা দায়ের করেছি। আহত রিকন মিয়ার পিতা রাজু মিয়া (৭০) বলেন, আমরা ৬ ভাই, সবাই সমান ভাগে বসতভিটা ও জমিজমা বণ্টন করেছি। আমার ভাতিজা প্রবাসী রহিম মিয়া ও তার পরিবার এখন আমাদের বসতভিটার জায়গা পায় দাবি করে হামলা, লুটপাট ও মারধরের ঘটনা করে চলেছে। এলাকায় সালিশ করেও তাদেরকে থামাতে পারছেন না কেউ। আহত রিকন মিয়ার মা সাহেরা খাতুন বলেন, জোরপূর্বক ঘরে ঢুকে ড্রয়ার ভেঙে টাকা লুট করে নিয়ে যায়। আমার ঘরের টিনের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে। আমাকে বেধড়ক মারপিট করে রহিম মিয়ার পরিবার ও স্বজনেরা। আমরা এ ঘটনায় ন্যায় বিচার চাই। স্থানীয় বাসিন্দা আলতা নুর বলেন, কয়েকবার মারামারির ঘটনা হয়েছে। সালিশে মুচলেকা দিয়েছে রহিম মিয়ার পরিবার। তারপরও এমন ঘটনা করে চলেছে। এসব কার্যকলাপ দ্রুত বন্ধ করা হোক। রিকন মিয়ার ছেলে জামালগঞ্জ মডেল হাই স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মাসুদ আলম বলেন, স্কুলে যাওয়া আসার পথে ২/৩ দিন মারধর করেছে। মাদ্রাসায় ২য় শ্রেণীতে পড়ুয়া রুমান আহমদকেও মারধর করেছে। এখন আমরা স্কুল ও মাদ্রাসায় যেতে ভয় পাচ্ছি। জামালগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সৈয়দ দীন ইসলাম স্বপন বলেন, ঘটনার দিন প্রবাসী রহিম মিয়া বেপরোয়া হয়ে কৃষক রিকন মিয়ার স্ত্রীর কোল থেকে ৫ মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলে এবং তার স্ত্রী হেলেনা বেগমকে মারধর করেছে। তখন সন্তানের কানে দিয়ে রক্তক্ষরণ হয়। হামলায় বসতঘর ভাঙচুর করা হয়েছে। এদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার। নির্যাতিত কৃষক পরিবার এই প্রবাসী রহিম মিয়া ও তার পরিবারের লোকজনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ

সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ