সুনামগঞ্জ , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা : রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন শিক্ষাক্ষেত্রে সুনামগঞ্জকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই : জেলা প্রশাসক অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিলেন জেলা প্রশাসক স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা প্রকৌশলী কামরুল হকের মৃত্যু নিয়ে রহস্য স্বজনদের দাবি ‘পরিকল্পিত হত্যা’ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে নৌ ও বিমান বাহিনী সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল উদ্বোধন অকেজো ১০ হাজার নলকূপ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জামালগঞ্জে যুবদলের কর্মী সমাবেশে কৃষক লীগ নেতা! ‎সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম, সম্পাদক জসিম মাছশূন্য হাওর, সংকটে জল-জীবিকা ব্রিটিশ-বাংলাবাজার সড়ক বেহাল : দুর্ভোগে হাজারো মানুষ ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হাউসবোটে নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা পর্যটকদের উদ্বেগ বাংলাবাজার ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ

যারা ঘুষ খায়, তারা অমানুষ : দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৮:৫৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৯:০৩:১৫ পূর্বাহ্ন
যারা ঘুষ খায়, তারা অমানুষ : দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ
তানভীর আহমেদ::
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেছেন, দুর্নীতি শুধুমাত্র একটি ব্যাধি না, দুর্নীতি হচ্ছে শোষণের হাতিয়ার। এই হাতিয়ারের শিকার হচ্ছে সাধারণ মানুষ।
সোমবার (১৯ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আয়োজনে এবং সুনামগঞ্জ জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানির আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন অন্য যেকোনো কমিশনের চেয়ে ভিন্ন। দেশের প্রতি এবং মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। কমিশনার হিসেবে যদি কোনো শিথিলতা বা অনৈতিক কোনো কার্যক্রমে জড়িয়ে পড়ি, তাহলে সেটি হবে জুলাই বিপ্লবের অংশগ্রহণ করা ছেলে-মেয়েদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। এটি কখনোই দেশবাসী গ্রহণ করবে না।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে কমিশনের দৃঢ় প্রত্যয় আছে। প্রয়োজন দেশবাসীর সহযোগিতা। দেশবাসীর সহযোগিতা ছাড়া এই কমিশন সফলতার লক্ষ্যে পৌঁছতে পারবে না। আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা চাই- এ দেশ দুর্নীতিমুক্ত হোক। তিনি বলেন, দুর্নীতি দেশটার কি পরিমাণ ক্ষতি করেছে সেটি ২০২৪-এ বোঝা গেছে। সব শেষ করে দিয়েছে। সব শোষণ করে নিয়ে গেছে। ব্যাংকগুলোকে অকার্যকর করা হয়েছে। দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেন, আমরা সবাই বলি যে দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া হবে। আমার প্রশ্ন হলো অন্য দেশ কেন বলে না যে তাদের দেশ বাংলাদেশ হবে। এই একটা কথা না বলার একটা মাত্র কারণ হলো দুর্নীতি। বাংলাদেশে গত ২৫ বছরে যে দুর্নীতি হয়েছে, তা না হলে পুরো বাংলাদেশকে ৫ মিলিমিটার সোনার পাত দিয়ে ঢেকে দেওয়া যেতো। কষ্ট করে ১০ লাখ টাকা জমা রাখলে যদি ব্যাংক দেউলিয়া হয় তাহলে গ্রাহককে এক লাখ টাকা ফেরত দেওয়ার আইন করা হয়েছে। এ ধরনের আইন করে শোষণের একটি সিস্টেম তৈরি করা হয়েছে। তিনি কাউকে ঘুষ না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, যারা ঘুষ খায়, তারা অমানুষ। সে তার নিজের পরিবার, আত্মীয়-স্বজনকে অসম্মান করছে। ঘুষ দেবেন না, চিৎকার করুন, প্রতিবাদ করুন। ভিডিও করে রাখবেন, আমাদেরকে দিবেন। সবাই কথা বললে এই অবস্থার পরিবর্তন আসবে। এক সময় দুদকের আর দরকার হবে না।
তিনি আরও বলেন, আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এখানে জেলা প্রশাসক রয়েছেন, ১৮ মে ২০২৬ আমি আপনাদেরকে কল দিবো আপনারা সেদিন ঘোষণা দিবেন সুনামগঞ্জ দেশের প্রথম ঘুষ মুক্ত জেলা। একই সাথে রাস্তাঘাটে সবজায়গায় সাইনবোর্ড দেখতে চাই, সেখানে লেখা থাকবে ‘আপনারা ঘুষমুক্ত জেলা সুনামগঞ্জে প্রবেশ করছেন’।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও দুদকের উপসহকারী পরিচালক নিঝুম রায় প্রান্তের সঞ্চালনায় গণশুনানির আলোচনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত গণশুনানিতে মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ

সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ