সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলে বিমান বিধ্বস্ত : পাইলটসহ নিহত ২০, আহত ১৭১ বিমানটি ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিতে চেয়েছিলেন পাইলট শান্তিগঞ্জে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা জগন্নাথপুরে নকল প্যাকেটে নিম্নমানের মসলা ও কেমিক্যালযুক্ত খেজুর গুড় বিক্রি পাইকুরাটি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন সড়কবিহীন কমিউনিটি ক্লিনিক, দুর্ভোগে মানুষ সুনামগঞ্জ বিএনপিতে ফাটল, ১৮ ইউনিটে পাল্টা কমিটি দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ বিশ্বম্ভরপুরে নারীর লাশ উদ্ধার দুই যুগ আগের ঝুলে থাকা ১০ হাজার মামলা নিষ্পত্তি করবে হাইকোর্ট পাঁচ মাসে নারী ও শিশু নির্যাতনের ৯১০০ মামলা বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি জগন্নাথপুরে রিংকনের মৃত্যু দুর্ঘটনা নয়, শ্বাসরোধে হত্যা : পিবিআই হাউসবোটে বিদ্যুতের চোরাই জোগান! নৈতিক শিক্ষা-ভালো মানুষ হলেই দেশ উপকৃত হবে : সেনাপ্রধান জাতিসংঘের মানবাধিকার মিশন কোনো এজেন্ডা বাস্তবায়নে হাতিয়ার হবে না সীমান্তে জব্দকৃত ৯০টি ভারতীয় গরু গায়েব দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ভাড়াটিয়াদের আটকে রাখেন বাড়িওয়ালা, উদ্ধার করলো পুলিশ
দুদকের গণশুনানী

পাসপোর্ট, ভূমি, পাউবো, বিআরটিএসহ ২৫ প্রতিষ্ঠানের ৫৫ দুর্নীতির অভিযোগ

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৯:০৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৯:১০:১৩ পূর্বাহ্ন
পাসপোর্ট, ভূমি, পাউবো, বিআরটিএসহ ২৫ প্রতিষ্ঠানের ৫৫ দুর্নীতির অভিযোগ
বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সেবাপ্রাপ্তিতে দুর্নীতি, হয়রানি ও ঘুষ নেওয়ার অভিযোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানীতে ২৫টি বিভাগের বিরুদ্ধে ৫৫টি অভিযোগ জমা দেন ভুক্তভোগীরা।
সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থানের ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আখতার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। আনুষ্ঠানিক গণশুনানির পর সুনামগঞ্জ পাসপোর্ট অফিস, ভূমি অফিস, শিক্ষা অফিস, স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিআরটিএ, কৃষি অফিস, সমাজসেবা অধিদপ্তর, কারাগার, ট্রাফিক বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগসহ মোট ২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫৫টি দুর্নীতির অভিযোগ জমা পড়ে।
এই অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক কমিশনার। এসব প্রতিষ্ঠানে সেবা পেতে গিয়ে পদে পদে হয়রানি ও ঘুষের শিকার হচ্ছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। পাসপোর্ট অফিসের দুর্নীতির বিষয়ে ভুক্তভোগী আবুল বাশার বলেন, সরাসরি পাসপোর্টের আবেদন করে অফিসে গেলে এক কক্ষ থেকে আরেক কক্ষে ঘুরিয়ে হয়রানি করে। পরে বলে কাগজপত্র ঠিক না। তবে দালাল ধরে কিছু টাকা ধরিয়ে দিলে একই কাগজ দিয়ে আবেদন করলে দ্রুত আবেদন গ্রহণ করা হয়। পাসপোর্ট অফিসের এডি, প্রধান সহকারী ও হিসাব রক্ষক মিলে সিন্ডিকেট করে এই দুর্নীতি করেন বলে অভিযোগ ভুক্তভোগীর। পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রসঙ্গে হাওর আন্দোলনের নেতা ওবায়দুল হক মিলন বলেন, অপ্রয়োজনীয় পিআইসি দিয়ে হাওরের বরাদ্দ লোপাট করা হচ্ছে। পিআইসিতে অনিয়ম ও দুর্নীতি বেড়েই চলছে। এভাবে ভুক্তভোগীরা তাদের হয়রানির ঘটনা তুলে ধরে প্রতিকার দাবি করেন। তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। এলজিইডির দুর্নীতির প্রসঙ্গে ইয়াকুব শরিফ বলেন, কাজ করাতে হলে পদে পদে ইঞ্জিনিয়ারদের ঘুষ দিতে হয়। না হলে বিলের সময় হয়রানি করে। বিলের সময় ঘুষ না দিলে প্রকৃত বিল কেটে দেয়। ভূমি অফিসের দুর্নীতির বিষয়ে ভুক্তভোগীরা বলেন, নামজারি করতে মোটা অংকের টাকা লাগে। না হলে পদে পদে হয়রানির শিকার হতে হয়। ঘুষ ধরিয়ে দিলে সহজেই কাজ হয়ে যায়। বিআরটিএ অফিসের দুর্নীতির বিষয়ে ভুক্তভোগীরা বলেন, টাকা না দিলে রেজিস্ট্রেশন করা যায় না। পরিবহন সংগঠনের নেতৃত্ব কেন্দ্রিক সিন্ডিকেট বিআরটিএ অফিসের সঙ্গে হাত করে দুর্নীতি করেন। ঘুষ না দিলে বিআরটিএ অফিসে ফাইল নড়ে না। কারাগারের দুর্নীতির বিষয়ে এক ভুক্তভোগী বলেন, কারাগারে অত্যন্ত নিম্মমানের খাবার দেওয়া হয়। কয়েদিদের দেখতে হলে টাকা লাগে। তবে একটি সিন্ডিকেট কারাগারের ভেতর বাইরে থেকে আসামিদের জন্য অনেক অবৈধ সুযোগ-সুবিধা দিচ্ছে। এভাবে ভুক্তভোগীরা গণশুনানীতে দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরেন ভুক্তভোগীরা।

এদিকে শাল্লা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুররুন্নবীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও তিনি গণশুনানিতে উপস্থিত না হওয়ায় দুদক কমিশনার তার বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেন এবং জেলা প্রশাসক তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান।
দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ তার বক্তব্যে বলেন, মানুষ এখন অনেক সচেতন। তথ্যপ্রযুক্তির যুগে সবাই চারপাশের ঘটনা সহজেই জানতে পারছেন এবং দেখতে পারছেন। এখন আর দুর্নীতি লুকিয়ে রাখা যাচ্ছে না। যারা অবৈধভাবে, দুর্নীতি করে আয় রোজগার করেছে সাধারণ মানুষের মাঝে তাদের নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে, যা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের রূপ নিয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, রিকসাচালকরা কখনো ঘুষ নেয় না, দুর্নীতি করে না। যাদেরকে সরকার বিশ্বস্ত হিসেবে দায়িত্ব দিয়েছে, তারাই অনেক ক্ষেত্রে দুর্নীতিতে জড়াচ্ছে। সাধারণ মানুষ দুর্নীতি করেনা।
এছাড়াও দুদক কমিশনার গত ৫ আগস্টের পর থেকে দুদক স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেন। প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগীয় শহরে বিভিন্ন দপ্তরকে জবাবদিহির আওতায় নিয়ে আসার কথাও জানান তিনি।
সাধারণ মানুষকে দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেন, কেউ ঘুষ চাইলে চিৎকার করুন, মানুষ জড়ো করুন। প্রতিবাদ করুন। প্রতিবাদ করলে কোনো টাকা লাগে না, লাগে না উচ্চ শিক্ষা। কেবল প্রয়োজন শুধু সৎ সাহস।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স