সুনামগঞ্জ , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখ থুবড়ে পড়েছে ছাতক স্লিপার কারখানা নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন পার্লামেন্ট হিল অটোয়া: সুখেন্দু সেন টাঙ্গুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধন গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয় : আইএসপিআর মসজিদে ঢুকে নামাজরত ভাইকে হত্যা চৌধুরী মনসুর আহমদ স্মরণে শোকসভা, তিনি মানবিক গুণাবলিতে পরিপূর্ণ মানুষ ছিলেন ষড়যন্ত্র রুখতে মাঠে থাকবে যুবদল টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে বিরূপ ভিডিও পোস্ট, প্রতিবাদে থানায় জিডি দোয়ারাবাজারে গ্রামীণ রাস্তা পাকাকরণের দাবি জামায়াতের বিক্ষোভ মিছিল তাহিরপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই এনসিপি’র সমাবেশে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ নাব্যতা হারাচ্ছে খাসিয়ামারা নদী দ্রুত খননের দাবি সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়েন সারজিস-হাসনাতরা জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা সুনামগঞ্জ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা “রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”

জাতীয় নির্বাচন ব্যতীত দেশে কোনো নির্বাচনই বিএনপি মেনে নিবে না : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৯:০৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৯:০৪:৪০ পূর্বাহ্ন
জাতীয় নির্বাচন ব্যতীত দেশে কোনো নির্বাচনই বিএনপি মেনে নিবে না : কয়ছর  এম আহমদ
স্টাফ রিপোর্টার :: জাতীয় নির্বাচন ব্যতীত দেশে কোনো নির্বাচনই বিএনপি মেনে নিবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলায় মিরপুর ও পাটলী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ-সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসম কয়ছর আহমেদ আরও বলেন, বিএনপি গত ১৭ বছর দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। দেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। তাঁরা তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। ভোটাধিকার প্রতিষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচন ব্যতীত স্থানীয় সরকারের কোনো নির্বাচনই গ্রহণযোগ্যতা পাবে না। সাধারণ জনগণের দাবির প্রেক্ষিতে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক স¤পাদক কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি বলেন, বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করেছে। দীর্ঘ এই আন্দোলন সংগ্রামের কারণেই স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এজন্যই আমরা আজকে সবাই মিলে একত্রিত হয়ে কথা বলতে পারছি। আগামীদিনেও সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল, সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, বিএনপি নেতা আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা বিএনপি নেতা আব্দুস সাত্তার, পৌর বিএনপি নেতা আব্দুল মুকিত প্রমুখ। পরে মিরপুর বাজারে বিপণি বিতান ও দোকানপাটে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক কয়ছর এম আহমেদ। এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স