সুনামগঞ্জ , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখ থুবড়ে পড়েছে ছাতক স্লিপার কারখানা নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন পার্লামেন্ট হিল অটোয়া: সুখেন্দু সেন টাঙ্গুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধন গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয় : আইএসপিআর মসজিদে ঢুকে নামাজরত ভাইকে হত্যা চৌধুরী মনসুর আহমদ স্মরণে শোকসভা, তিনি মানবিক গুণাবলিতে পরিপূর্ণ মানুষ ছিলেন ষড়যন্ত্র রুখতে মাঠে থাকবে যুবদল টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে বিরূপ ভিডিও পোস্ট, প্রতিবাদে থানায় জিডি দোয়ারাবাজারে গ্রামীণ রাস্তা পাকাকরণের দাবি জামায়াতের বিক্ষোভ মিছিল তাহিরপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই এনসিপি’র সমাবেশে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ নাব্যতা হারাচ্ছে খাসিয়ামারা নদী দ্রুত খননের দাবি সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়েন সারজিস-হাসনাতরা জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা সুনামগঞ্জ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা “রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ প্রস্তুত : অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৩০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৫৬:২৭ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ প্রস্তুত : অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন
স্টাফ রিপোর্টার ::
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্থানীয় গাইডদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং টাঙ্গুয়ার হাওরে নিরাপদ ও সুশৃঙ্খল পর্যটন নিশ্চিত করতে টুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে।
বৃহস্পতিবার (২২ মে) তাহিরপুর উপজেলা পরিষদ হলরুমে টুরিস্ট পুলিশ সুনামগঞ্জ ও সিলেট জোনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশের হাজারো পর্যটক এই এলাকায় ভিড় করেন। এ সময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাওরে নিয়মিত টহল জোরদার করা, জরুরি সেবা চালু রাখা, তথ্যকেন্দ্র স্থাপনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, টুরিস্ট পুলিশ এবং পর্যটন সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন টুরিস্ট পুলিশের সুনামগঞ্জ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. আব্দুল কাদের, জনপ্রতিনিধি, স্থানীয় পর্যটন ব্যবসায়ী, গাইড, নৌযান মালিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা। সভায় বক্তারা বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, জীববৈচিত্র্যের দিক থেকেও অনন্য। বর্ষা মৌসুমে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়। টেকসই পর্যটনের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে পর্যটকদের আগ্রহ বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। সভা শেষে বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরে টেকসই পর্যটন ব্যবস্থাপনায় একাধিক সুপারিশ গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে- একটি সমন্বয় কমিটি গঠন, নৌযানগুলোর নাম্বারিং ও নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত মনিটরিং, হাওরে প্লাস্টিক ও বর্জ্য অপসারণ, পর্যটকদের সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা এবং স্থানীয়দের প্রশিক্ষণের ব্যবস্থা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স