সুনামগঞ্জ , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখ থুবড়ে পড়েছে ছাতক স্লিপার কারখানা নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন পার্লামেন্ট হিল অটোয়া: সুখেন্দু সেন টাঙ্গুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধন গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয় : আইএসপিআর মসজিদে ঢুকে নামাজরত ভাইকে হত্যা চৌধুরী মনসুর আহমদ স্মরণে শোকসভা, তিনি মানবিক গুণাবলিতে পরিপূর্ণ মানুষ ছিলেন ষড়যন্ত্র রুখতে মাঠে থাকবে যুবদল টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে বিরূপ ভিডিও পোস্ট, প্রতিবাদে থানায় জিডি দোয়ারাবাজারে গ্রামীণ রাস্তা পাকাকরণের দাবি জামায়াতের বিক্ষোভ মিছিল তাহিরপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই এনসিপি’র সমাবেশে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ নাব্যতা হারাচ্ছে খাসিয়ামারা নদী দ্রুত খননের দাবি সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়েন সারজিস-হাসনাতরা জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা সুনামগঞ্জ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা “রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভূমি মেলা: মিলবে নানা নাগরিক সুবিধা

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১১:০৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১১:০৭:০০ অপরাহ্ন
আগামীকাল থেকে শুরু হচ্ছে ভূমি মেলা: মিলবে নানা নাগরিক সুবিধা
স্টাফ রিপোর্টার :: ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলায় ৩ দিন ব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রবিবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেলা চলবে ২৭ মে পর্যন্ত। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ভূমি মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভার শুরুতেই ভূমি মেলা সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়। সভায় জানানো হয়, স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই মেলার আয়োজন করা হচ্ছে। জেলার সকল উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে এই মেলা চলবে। একই সাথে মেলায় জেলার সকল উপজেলা ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হবে। প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই ভূমি মেলা সেই লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখানে এক ছাদের নিচে ভূমি সংক্রান্ত সকল প্রকার সেবা, যেমন - অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা যাবে। তিনি আরও বলেন, আমরা চাই সাধারণ মানুষ কোনো রকম ভোগান্তি ছাড়াই তাদের ভূমি সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারুক। এই মেলা ভূমি সেবাকে আরও সহজ এবং জনবান্ধব করে তুলবে। আমি সুনামগঞ্জের সকল নাগরিককে এই মেলায় এসে তাদের ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার আহ্বান জানাচ্ছি। পরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মেলায় আগত সেবাপ্রত্যাশীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও নির্দেশনা দেন। মেলায় সেবাপ্রত্যাশীগণ যেসব সেবা গ্রহণ করতে পারবেন: ১. অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন: ভূমির খাজনা পরিশোধ এবং ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার সুবিধা। ২. ই-নামজারির আবেদন গ্রহণ: নতুন নামজারি (মিউটেশন) এবং নামজারির ভুল সংশোধনের জন্য আবেদন গ্রহণ। ৩. হাট-বাজারের চান্দিনা ভিটির লাইসেন্স নবায়ন: হাট-বাজারের চান্দিনা ভিটির লাইসেন্স নবায়ন সংক্রান্ত সেবা। ৪. খতিয়ানের করণিক ভুল সংশোধন আবেদন জমা প্রদান: খতিয়ানের যেকোনো করণিক ভুল সংশোধনের জন্য আবেদন জমা দেওয়ার সুযোগ। ৫. অর্পিত সম্পত্তির লিজ নবায়ন: অর্পিত সম্পত্তির লিজ নবায়ন সংক্রান্ত সেবা। ৬. অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ সরবরাহের আবেদন সংক্রান্ত সেবা: অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি এবং মৌজা ম্যাপের জন্য আবেদন করার সুবিধা। ৭. গণশুনানি: ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা বা অভিযোগের বিষয়ে সরাসরি কর্তৃপক্ষের সাথে আলোচনার সুযোগ। এছাড়াও মেলায় ভূমি সংক্রান্ত অন্যান্য বিষয়ে সেবা, সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স