সুনামগঞ্জ , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখ থুবড়ে পড়েছে ছাতক স্লিপার কারখানা নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন পার্লামেন্ট হিল অটোয়া: সুখেন্দু সেন টাঙ্গুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধন গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয় : আইএসপিআর মসজিদে ঢুকে নামাজরত ভাইকে হত্যা চৌধুরী মনসুর আহমদ স্মরণে শোকসভা, তিনি মানবিক গুণাবলিতে পরিপূর্ণ মানুষ ছিলেন ষড়যন্ত্র রুখতে মাঠে থাকবে যুবদল টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে বিরূপ ভিডিও পোস্ট, প্রতিবাদে থানায় জিডি দোয়ারাবাজারে গ্রামীণ রাস্তা পাকাকরণের দাবি জামায়াতের বিক্ষোভ মিছিল তাহিরপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই এনসিপি’র সমাবেশে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ নাব্যতা হারাচ্ছে খাসিয়ামারা নদী দ্রুত খননের দাবি সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়েন সারজিস-হাসনাতরা জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা সুনামগঞ্জ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা “রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সুনামগঞ্জ সদর চ্যাম্পিয়ন

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১১:১৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১১:২০:৫২ অপরাহ্ন
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সুনামগঞ্জ সদর চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার ::
‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল খেলা ফাইনালের মতোই হলো। শ্বাসরুদ্ধকর ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে জয় পেল সুনামগঞ্জ সদর উপজেলা।
শুক্রবার (২৩ মে) বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ১(৪) - ১ (৩) গোলে ছাতক উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিচ্ছিল। প্রথমার্ধে উভয় দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। পরে খেলার দ্বিতীয়ার্ধে এসে ছাতক তাদের আক্রমণ আরও শাণিত করে।
খেলার ৪৮তম মিনিটে ছাতকের খেলোয়াড় নূর গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মহিবুর ৬৮ মিনিটে পেনাল্টি কিকে গোল করে খেলা ১-১ গোলে সমতায় নিয়ে আসেন। পরে দুই দল আরও আক্রমণাত্মক হয়ে উঠে এবং মাঠে শুরু হয় দর্শকদের উচ্ছ্বাস-উন্মাদনা।
তবে নির্ধারিত সময়ের মধ্যে আর গোল পায়নি কোনো দল। শেষ মুহূর্তে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে ছাতকে হারিয়ে জয় তুলে নেয় সুনামগঞ্জ সদর উপজেলা। এরই সাথে অবসান ম্যাচের ফলাফল নির্ধারণের দীর্ঘ অপেক্ষার। এ সময় ‘সদর-সদর, চ্যাম্পিয়ন-চ্যাম্পিয়ন’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা পর্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। পরে চ্যাম্পিয়ন দল সুনামগঞ্জ সদর উপজেলার হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
​​​​​সুনামগঞ্জ সদর উপজেলার পক্ষে ট্রফি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।

রানারআপ ট্রফি গ্রহণ করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। টুর্নামেন্টে সেরা গোলদাতার পুরস্কার গ্রহণ করেন ছাতক উপজেলার ১৭ নম্বর জার্সি পরিহিত রাজ এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেন ১০নম্বর জার্সি পরিহিত সদর উপজেলার ইকবাল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল, জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমীন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স