সুনামগঞ্জ , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখ থুবড়ে পড়েছে ছাতক স্লিপার কারখানা নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন পার্লামেন্ট হিল অটোয়া: সুখেন্দু সেন টাঙ্গুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধন গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয় : আইএসপিআর মসজিদে ঢুকে নামাজরত ভাইকে হত্যা চৌধুরী মনসুর আহমদ স্মরণে শোকসভা, তিনি মানবিক গুণাবলিতে পরিপূর্ণ মানুষ ছিলেন ষড়যন্ত্র রুখতে মাঠে থাকবে যুবদল টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে বিরূপ ভিডিও পোস্ট, প্রতিবাদে থানায় জিডি দোয়ারাবাজারে গ্রামীণ রাস্তা পাকাকরণের দাবি জামায়াতের বিক্ষোভ মিছিল তাহিরপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই এনসিপি’র সমাবেশে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ নাব্যতা হারাচ্ছে খাসিয়ামারা নদী দ্রুত খননের দাবি সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়েন সারজিস-হাসনাতরা জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা সুনামগঞ্জ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা “রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৮:৫৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৮:৫৯:২৬ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর অর্থায়নে এবং জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে পরিচালিত “দৃষ্টি” প্রকল্পের আওতায় সুনামগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে ছানি অপারেশন ও সাধারণ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ২৫ জন ছানি রোগীসহ মোট ৯৬ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শ্রেষ্ঠ মানুষ সে, যে মানুষের উপকারে আসে।” তিনি আরও বলেন, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের একান্ত প্রচেষ্টায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য ব্যাংকটির শিক্ষাবৃত্তি কার্যক্রমও চলমান রয়েছে। সভাপতির বক্তব্যে জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছির ডাচ্-বাংলা ব্যাংকের এই মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের পরিচালক (এফ অ্যান্ড এ) শ্যামল চন্দ্র তালুকদার, মেডিকেল অফিসার ডা. ঊর্মি পাল এবং সঞ্চালনায় ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান। উল্লেখ্য, বাছাইকৃত ছানি রোগীদের জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনপূর্বক সফলভাবে অপারেশন স¤পন্ন করা হয়। অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পান। জনসাধারণ, মাদ্রাসা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলেই ডাচ্-বাংলা ব্যাংক ও জনতা চক্ষু হাসপাতালের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স