সুনামগঞ্জ , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ বিএনপিতে ফাটল, ১৮ ইউনিটে পাল্টা কমিটি দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ বিশ্বম্ভরপুরে নারীর লাশ উদ্ধার দুই যুগ আগের ঝুলে থাকা ১০ হাজার মামলা নিষ্পত্তি করবে হাইকোর্ট পাঁচ মাসে নারী ও শিশু নির্যাতনের ৯১০০ মামলা বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি জগন্নাথপুরে রিংকনের মৃত্যু দুর্ঘটনা নয়, শ্বাসরোধে হত্যা : পিবিআই হাউসবোটে বিদ্যুতের চোরাই জোগান! নৈতিক শিক্ষা-ভালো মানুষ হলেই দেশ উপকৃত হবে : সেনাপ্রধান জাতিসংঘের মানবাধিকার মিশন কোনো এজেন্ডা বাস্তবায়নে হাতিয়ার হবে না সীমান্তে জব্দকৃত ৯০টি ভারতীয় গরু গায়েব দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ভাড়াটিয়াদের আটকে রাখেন বাড়িওয়ালা, উদ্ধার করলো পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের বিশাল সমাবেশ অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে, প্রশ্ন তারেক রহমানের সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ১০ দোকান উচ্ছেদ মুখ থুবড়ে পড়েছে ছাতক স্লিপার কারখানা নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন

ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:১৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:১৩:৩৯ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার, সুনামগঞ্জ সদর উপজেলার পৌরসভা হলরুমে এই ক্যা¤েপর আয়োজন করা হয়। চিকিৎসা ক্যাম্প মোট ১৩২ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ৪২ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃৃষ্ণ পাল-এর সভাপতিত্বে এবং ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যা¤েপর উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মাদ গোলাম আজাদ। উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ গোলাম আজাদ বলেন, “ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক সমাজসেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ছানি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ছাড়াও ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করছে। এবছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা যেন ফলাফল প্রকাশের পর আবেদন করতে ভুল না করে।” তিনি আরও বলেন, “ডাচ্-বাংলা ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জ জেলাতেও মানবিক এই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে।” ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল টিম সকাল ৯:৩০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং তারা রোগীদের সঙ্গে কথা বলেন ও ভার্ড-এর সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় তারা ভার্ড চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স