সুনামগঞ্জ , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখ থুবড়ে পড়েছে ছাতক স্লিপার কারখানা নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন পার্লামেন্ট হিল অটোয়া: সুখেন্দু সেন টাঙ্গুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধন গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয় : আইএসপিআর মসজিদে ঢুকে নামাজরত ভাইকে হত্যা চৌধুরী মনসুর আহমদ স্মরণে শোকসভা, তিনি মানবিক গুণাবলিতে পরিপূর্ণ মানুষ ছিলেন ষড়যন্ত্র রুখতে মাঠে থাকবে যুবদল টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে বিরূপ ভিডিও পোস্ট, প্রতিবাদে থানায় জিডি দোয়ারাবাজারে গ্রামীণ রাস্তা পাকাকরণের দাবি জামায়াতের বিক্ষোভ মিছিল তাহিরপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই এনসিপি’র সমাবেশে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ নাব্যতা হারাচ্ছে খাসিয়ামারা নদী দ্রুত খননের দাবি সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়েন সারজিস-হাসনাতরা জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা সুনামগঞ্জ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা “রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”

রুট পাল্টে নৌপথে সক্রিয় চোরাকারবারিরা

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১২:৪৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১২:৫৯:১১ পূর্বাহ্ন
রুট পাল্টে নৌপথে সক্রিয় চোরাকারবারিরা
শহীদনূর আহমেদ ::
সুনামগঞ্জ সীমান্তে রুট পরিবর্তন করে চোরাকারবারিরা এখন নৌপথকেনিরাপদ রুটহিসেবে ব্যবহার করছে
স্থলপথে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির কারণে চোরাচালানকারীরা নৌপথে সক্রিয় হয়ে উঠেছে। সুরমা, ধোপাজান-চলতি, কুশিয়ারা, যাদুকাটা, রক্তি ও বৌলাইসহ বিভিন্ন নদীপথে পাচার করা হচ্ছে অবৈধ ভারতীয় পণ্য।
সূত্র জানিয়েছে, ঈদকে সামনে রেখে জেলার দোয়ারাবাজার, ছাতক, সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর সীমান্তে নতুন করে সক্রিয় রয়েছে একাধিক চোরাকারবার সিন্ডিকেট। যারা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে গরুসহ ভারতীয় পণ্য বাংলাদেশ প্রবেশ করাচ্ছে। প্রবেশকালে ভারতীয় পণ্যের কিছু চালান বিজিবি’র হাতে আটকা পড়লেও প্রায় সময় সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ পণ্য প্রবেশ করিয়ে ছড়িয়ে দেয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। যার মধ্যে ভারতীয় গরু, পোষাক, কসমেটিক, প্রসাধনি, মসলা, ফুচকাসহ অন্তত ১৫ থেকে ২০ জাতের পণ্য রয়েছে বলে জানা যায়। সাম্প্রতিক সময়ে সড়ক পথে কঠোর নজরদারি থাকায় চোরাচালানের রুট পাল্টে নৌপথ ব্যবহারের মাধ্যমে অভিনব পন্থায় নৌকার সাহায্যে পাচার করা হচ্ছে ভারতীয় এসব অবৈধ পণ্য ও গরু। সুরমা, কুশিয়ারা, ধোপাজান-চলতি, যাদুকাটা, রক্তি, বৌলাইসহ একাধিক নৌপথ চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারি।
এদিকে নৌপথে চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করছে বিজিবি। ছদ্মবেশে নৌ পরিবহনে পাচার হওয়ার সময় বিজিবির জালে আটক পড়ছে ভারতীয় গরুসহ চোরাই মালামাল।
গত বুধবার দুপুরে নৌপথে পাচারের সময় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, ঈদকে সামনে রেখে সম্প্রতি সীমান্ত এলাকায় চোরাকারবারিদের তৎপরতা বেড়েছে। চোরাকারবারিরা তাদের গতিবিধি পাল্টাচ্ছে। সড়ক পথ পরিবর্তন করে নৌপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পাচার করছে। নৌপথে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি।

গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রক্তি নদীতে নৌ পরিবহনে পাচারকালে টাস্কফোর্সের এক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ হাজার কেজি ফুচকা, ১ হাজার কেজি গুঁড়োদুধ, আড়াই হাজার কেজি জিরাসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাকারবার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা তৎপরতা পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স