সুনামগঞ্জ , রবিবার, ২০ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখ থুবড়ে পড়েছে ছাতক স্লিপার কারখানা নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন পার্লামেন্ট হিল অটোয়া: সুখেন্দু সেন টাঙ্গুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধন গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয় : আইএসপিআর মসজিদে ঢুকে নামাজরত ভাইকে হত্যা চৌধুরী মনসুর আহমদ স্মরণে শোকসভা, তিনি মানবিক গুণাবলিতে পরিপূর্ণ মানুষ ছিলেন ষড়যন্ত্র রুখতে মাঠে থাকবে যুবদল টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে বিরূপ ভিডিও পোস্ট, প্রতিবাদে থানায় জিডি দোয়ারাবাজারে গ্রামীণ রাস্তা পাকাকরণের দাবি জামায়াতের বিক্ষোভ মিছিল তাহিরপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই এনসিপি’র সমাবেশে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ নাব্যতা হারাচ্ছে খাসিয়ামারা নদী দ্রুত খননের দাবি সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়েন সারজিস-হাসনাতরা জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা সুনামগঞ্জ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা “রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”

মেয়েটির ওপর হামলাকারী ছাত্রলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ১২:০৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ১২:০৪:৫৩ পূর্বাহ্ন
মেয়েটির ওপর হামলাকারী ছাত্রলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে
গত বৃহস্পতিবার সুনামগঞ্জে সংঘটিত এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ তার সাবেক প্রেমিকাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। দু’জনই বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনা শুধু ব্যক্তিগত ভালোবাসার পরিণতি নয়, বরং তা আমাদের সমাজ ও নৈতিকতার এক ভয়ানক চিত্র তুলে ধরে। প্রেম-ভাঙনের পর সহিংসতা আজকের সমাজে নতুন নয়, তবে শিক্ষিত ও সাবেক ছাত্রনেতা দ্বারা এমন অপরাধের ঘটনা গভীরভাবে ভাবিয়ে তোলে। এখানে প্রশ্ন ওঠে, শিক্ষা ও রাজনৈতিক নেতৃত্বের দায়বদ্ধতা কোথায়? কীভাবে একজন শিক্ষিত ব্যক্তি এতটা উগ্রতা ও হিং¯্রতার আশ্রয় নিতে পারে? আরও উদ্বেগজনক হলো, মেয়েটির পরিবার পূর্বেই সঞ্জীবনের হুমকির কথা জানালেও অভিযুক্তের পরিবার কিংবা সমাজের কেউ বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়নি। এটি আমাদের সামাজিক উদাসীনতার করুণ প্রমাণ। সময়মতো সতর্কতা ও প্রশাসনিক পদক্ষেপ নিলে হয়তো এমন ঘটনা এড়ানো যেত। এই ঘটনায় আমাদের সমাজের প্রতিটি স্তরের জবাবদিহিতা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সম্পর্কভিত্তিক সহিংসতা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা ও পরামর্শ কার্যক্রম জোরদার করা দরকার। রাজনৈতিক সংগঠনগুলোকে তাদের সদস্যদের আচরণ ও মূল্যবোধ নিয়ে কঠোর নজরদারি করতে হবে। একইসাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি বা হয়রানির অভিযোগে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। এই ট্র্যাজেডি যেন আর একটি পরিবারকেও না ভোগায়, তা নিশ্চিত করতে হবে এখনই। ব্যক্তি নয়, সমাজের সম্মিলিত দায়িত্বেই হতে হবে এমন অপরাধের প্রতিরোধ। মনে রাখতে হবে, প্রেম প্রত্যাখ্যান হতেই পারে- কিন্তু তার প্রতিক্রিয়ায় হামলা/হত্যা চেষ্টা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আমরা মেয়েটির ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স