সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের
জেলা প্রশাসকের মানবিক উদ্যোগ

হাসি ফুটলো সেরিব্রাল পালসি আক্রান্ত শিশু রুমেজার মুখে

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৮:০২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৮:৩৫:২৪ পূর্বাহ্ন
হাসি ফুটলো সেরিব্রাল পালসি আক্রান্ত শিশু রুমেজার মুখে
স্টাফ রিপোর্টার ::
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে একটি ওয়াকার (সহায়ক সরঞ্জাম) পেলেন ছয় বছর বয়সী সেরিব্রাল পালসি (তীব্র) আক্রান্ত শিশু মোছা. রুমেজা। বিনামূল্যে ওয়াকার পেয়ে হাসি ফুটেছে তাঁর চোখে-মুখে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার মানবিক উদ্যোগে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় সোমবার (১৬ জুন) দুপুরে এই ওয়াকারটি বিতরণ করা হয়।
শিশু রুমেজার পক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ে এক আবেগঘন মুহূর্তে রুমেজার বাবা সবুজ মিয়া তার মেয়ের জন্য ওয়াকারটি গ্রহণ করেন। এই ওয়াকারটি রুমেজাকে চলাফেরায় সাহায্য করবে এবং তার জীবনকে আরও সহজ করে তুলবে বলে আশা তাঁর।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশনায় সমাজ সেবা কার্যালয়ে ওয়াকারটি বিতরণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. মো. তানজিল হক।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক তানভীর আহমেদ।

শিশু রুমেজা তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামের কৃষক সবুজ মিয়ার মেয়ে। রুমেজার বাবা সবুজ মিয়া, দীর্ঘদিন ধরে তার প্রতিবন্ধী মেয়ের হাঁটা শেখার সহায়ক সরঞ্জাম হিসেবে একটি ওয়াকারের সন্ধানে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করছিলেন। কিন্তু কাঙ্খিত সাহায্য না পাওয়ায় হতাশায় ভুগছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম সূত্রে এই বিষয়টি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নজরে আসে। তিনি কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে রুমেজাকে একটি ওয়াকার উপহার দেওয়ার সিদ্ধান্ত জানান। রুমেজার বাবা সবুজ মিয়া বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসে ঘুরাঘুরি করছি, সবাই শুধু মিথ্যা আশ্বাস দিছে। কিন্তু বাস্তবে কথার সাথে কোনো মিল পাইছি না। যখনই ডিসি স্যার বিষয়টি জানতে পারলেন তখনই তিনি আশ্বস্ত করেন যে আমার মেয়েকে একটা ওয়াকার দিবেন। আজকে হাতে পেয়ে আমি ও আমার পরিবারের সকল সদস্য অত্যন্ত আনন্দিত। ডিসি স্যারকে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
সাংবাদিক তানভীর আহমেদ বলেন, প্রতিবন্ধী রুমেজার বাবা আমাকে তাঁর মেয়ের সমস্যার কথা জানিয়েছিলেন। এই বিষয়ে আমি ফেসবুকে একটি পোস্ট করার পাশাপাশি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলি। এসময় তিনি তাৎক্ষণিক আমাকে জানিয়েছিলেন শিশু রুমেজাকে দ্রুত সময়ের মধ্যে একটি ওয়াকার প্রদান করবেন। আজকে জেলা প্রশাসকের নির্দেশনায় জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে ঐ শিশুর পিতার হাতে একটি ওয়াকার হস্তান্তর করা হয়েছে। ওয়াকার পেয়ে শিশুটির পরিবার সন্তুষ্টি প্রকাশ করার পাশাপাশি জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. মো. তানজিল হক বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা প্রতিবন্ধী শিশু রুমেজাকে একটি সহায়ক সরঞ্জাম ‘ওয়াকার’ দিয়েছি। এটি রুমেজাকে চলাফেরায় সাহায্য করবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি অত্যন্ত আনন্দিত যে একটি ওয়াকার প্রদানের মাধ্যমে রুমেজার চলাচলের পথ কিছুটা হলেও সুগম করতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজগুলো অব্যাহত রাখার কথা জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল