সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত

বন্দর রক্ষা ও করিডোর বাতিলের দাবিতে রোডমার্চ

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১১:৫৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১১:৫৩:০০ অপরাহ্ন
বন্দর রক্ষা ও করিডোর বাতিলের দাবিতে রোডমার্চ
সুনামকণ্ঠ ডেস্ক :: চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার পরিকল্পনা ও রাখাইনে করিডোর স্থাপনের উদ্যোগ বাতিলের দাবিতে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক রাজনৈতিক জোট। শনিবার (২১ জুন) বিকেলে পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সূচনা বক্তব্য রাখেন ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক নাসির উদ্দিন নসু। আরও বক্তব্য দেন বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, জাসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের নেতারা। নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কো¤পানির হাতে তুলে দিতে চাইছে, যা দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানির ৯২ শতাংশ কার্যক্রম সম্পন্ন হয়। লাভজনক এই বন্দর ইজারা দিলে বিদেশি কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে এবং দেশীয় শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়বে। তারা অভিযোগ করেন, রাখাইনে করিডোর স্থাপনের মাধ্যমে বাংলাদেশকে একটি সাম্রাজ্যবাদী ছায়াযুদ্ধে জড়ানোর অপচেষ্টা চলছে। পশ্চিমা দেশগুলোর চাপের মুখে বাংলাদেশকে ভূ-রাজনৈতিকভাবে ব্যবহার করার ষড়যন্ত্র হচ্ছে, যা দেশের নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মার্কিন ইন্টারনেট কোম্পানি স্টারলিংক ইতোমধ্যে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে, যা কেবল ইন্টারনেট সেবা নয়, বরং সামরিক ও রাজনৈতিক নজরদারির ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে তুরস্ক ও কাতারকে অস্ত্র কারখানা স্থাপনের সুযোগ দেওয়ার উদ্যোগও প্রশ্নবিদ্ধ বলে তারা উল্লেখ করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৭ জুন সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শুরু হবে। ঢাকা থেকে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জ, কুমিল্লা হয়ে ফেনীতে রাত্রিযাপন শেষে ২৮ জুন মিরসরাই, সীতাকু- হয়ে চট্টগ্রাম বন্দরের সামনে গিয়ে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সংহতি বিক্ষোভ কর্মসূচিও পালিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা

লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা