সুনামগঞ্জ , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরা চেলা নদীতে বালুখেকোদের তান্ডব, হুমকিতে রোপওয়ে আশ্রয়ণ প্রকল্প টাঙ্গুয়ার হাওর জলাভূমি বাস্তবায়ন প্রকল্পের সম্প্রদায়ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আব্দুল হকের প্রচারণা শুরু দেশ বদলাতে চাইলে নিজেকে বদলাতে হবে : বিভাগীয় কমিশনার এক মাসে জব্দ প্রায় ১৫ কোটি টাকার অবৈধ পণ্য জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন পথে যেতে যেতে : পথচারী সুনামগঞ্জ পৌরসভার ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা বজ্রপাতের ঝুঁকিতে সুনামগঞ্জ শীর্ষে বন্ধ করা হলো সেই গ্যাস পাইপ লাইনের লিকেজ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে সুনামগঞ্জের ইমা হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহক হয়রানি, বছরের পর বছর ঘুরেও মিলছে না বীমার টাকা পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবে সরকার: মহাপরিচালক শহরে সক্রিয় মাদক কারবারিরা চোখের সামনে বিলীন হচ্ছে ভিটেমাটি সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অ্যাড. নুরুল ইসলামকে ফতেপুর বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন আধিপত্য নিয়ে লড়াইয়ের অবসান চান গ্রামবাসী কাজ না করেই তিন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:৪০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:৪২:২৫ পূর্বাহ্ন
জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
জামালগঞ্জ প্রতিনিধি ::
জেলা সদরের সাথে সরাসরি যোগাযোগের জন্য জামালগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক জামালগঞ্জ-রূপাবালী এবং জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল ১১টায় জামালগঞ্জ সিএনজি, ইজিবাইক ও মটর সমিতির আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জামালগঞ্জ ইজিবাইক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুকন ও ছাত্র প্রতিনিধি হাসান আল মাছুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বিন বারী, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, সামছুজ্জামান ধন মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নোয়াগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম কাপ্তান, ছাত্র প্রতিনিধি তোফায়েল আহমদ, মটর বাইক সমিতির সভাপতি রিপন মিয়া, সিএনজি লেগুনা সমিতির সভাপতি রফিকুল ইসলাম সরকার, ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।

মানববন্ধনে জামালগঞ্জ উপজেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষক, ব্যবসায়ী, নোয়াগাঁও বাজার, লালবাজার ও মান্নানঘাট ইজিবাইক সমিতির নেতৃবৃন্দ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২২ সালের আকস্মিক বন্যায় জেলার সাথে সরাসরি যোগাযোগের রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পর মাঝে মধ্যে মেরামত করা হলেও যান চলাচলে অনুপযোগী। সড়কে অসংখ্য খানাখন্দের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে।
সম্প্রতি দুর্ঘটনার শিকার হয়ে গাড়ীতে আরোহী এক যাত্রী নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।

গণমাধ্যমকর্মীরা বারবার নিউজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক লড়ছে না। বক্তরা সড়ক সংস্কার দ্রুত বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন জানান, আমি এই উপজেলায় যোগদানের পর নির্বাহী প্রকৌশলী স্যারের বরাদ্দ দিয়ে খানাখন্দে ভরা রাস্তাটির কিছুটা অংশ সংস্কার করেছি। খানাখন্দে ভরা জনগুরুত্বপূর্ণ রাস্তাটি নিয়ে চিফ ইঞ্জিনিয়ার স্যারের সাথে কথা বলেছি। তিনি রাস্তাটির সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেছেন। আমি আশা করছি আগামী তিন মাসের ভিতরে রাস্তার সংস্কার কাজ শুরু হবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, রাস্তার খানাখন্দের কারণে আপনাদের মতো আমরাও দুর্ভোগে আছি। জেলা সদরের সাথে যোগাযোগে নদী পার হয়ে বিকল্প রাস্তায় যেতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যান চলাচলের জন্য সংস্কার কাজ চলছে। এই কাজে আপনারা আমাদের সহযোগিতা করবেন।
জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) আনোয়ার হোসেন বলেন, আগামী অর্থ বছরে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ