সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন কারাগারে
- আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১১:১০:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-০৭-২০২৫ ১১:১০:৩১ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর হোসেনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ জুলাই) সকালে আদালতে হাজির হলে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে নুর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, গেল বছরের ৪ আগস্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান, নুর হোসেনসহ ৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন আন্দোলনে আহত দোয়ারাবাজার উপজেলার আহত জহুরের ভাই হাফিজ আহমেদ। এ মামলায় ৫০ নম্বর আসামি সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন। মামলা দায়েরের পর তিনি আত্মগোপনে চলে যান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ