জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে হবে
- আপলোড সময় : ০২-০৭-২০২৫ ১২:০৬:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০৭-২০২৫ ১২:০৬:৫৮ পূর্বাহ্ন

সড়ক যোগাযোগ শুধু এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াতের মাধ্যম নয়; এটি একটি অঞ্চলের অর্থনৈতিক প্রবাহ, নাগরিক জীবনমান এবং জরুরি সেবার ভিত্তি। কিন্তু দুঃখজনকভাবে জেলার জামালগঞ্জ-রূপাবালী এবং জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়ক যেন এখন জনভোগান্তির প্রতীক হয়ে উঠেছে। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, প্রাণ যাচ্ছে সাধারণ যাত্রীর, সড়ক যেন এক মরণফাঁদ!
গত সোমবার জামালগঞ্জে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী জনসাধারণের দীর্ঘদিনের ক্ষোভ ও যন্ত্রণা দৃঢ় কণ্ঠে উচ্চারিত হয়েছে। সিএনজি, ইজিবাইক, মটর সমিতি থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি - সকল শ্রেণির মানুষ একই দাবিতে একত্রিত হয়েছিলেন: এই সড়ক সংস্কার করতে হবে এখনই, দেরি নয়।
২০২২ সালের ভয়াবহ বন্যায় সড়কের ক্ষয়ক্ষতি হওয়ার পর এখন পর্যন্ত শুধুমাত্র খন্ডকালীন ত্রুটিপূর্ণ মেরামতেই সীমাবদ্ধ থেকেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সাধারণ মানুষের দুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ক্ষোভ ও হতাশা। একজন যাত্রীর মৃত্যুর ঘটনাও ঘটেছে এই সড়কে। এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয় - প্রকারান্তরে অব্যবস্থাপনার করুণ পরিণতি। এটি একটি স্পষ্ট বার্তা যে, সময়মতো সড়ক মেরামতের অভাব মানেই জনগণের জীবন নিয়ে খেলা। অথচ গণমাধ্যমে বারবার সংবাদ প্রকাশ, এলাকাবাসীর একাধিক আন্দোলন, স্থানীয় নেতৃবৃন্দের সরব অবস্থান - সবই ছিল চোখে পড়ার মতো। তবুও সংশ্লিষ্ট মহলের টনক নড়েনি, যা অত্যন্ত হতাশাজনক।
তবে আশার কথা, স্থানীয় উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তার বক্তব্যে কিছু আশ্বাস এসেছে। চিফ ইঞ্জিনিয়ারের দপ্তরে ইতিমধ্যে যোগাযোগ হয়েছে এবং এলজিইডি জানিয়েছে, আগামী অর্থবছরে এ সড়ককে অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের পরিকল্পনা রয়েছে। এই প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়। প্রতিশ্রুতি নয়, জনগণ এখন চায় দৃশ্যমান কাজ।
আমাদের দাবি, আগামী তিন মাসের মধ্যে এ সড়ক সংস্কারের কাজ শুরুর নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করতে হবে। সংস্কারকাজে যেন মান বজায় থাকে এবং দীর্ঘস্থায়ী হয় - সেদিকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। সড়কটি পুরোপুরি সংস্কার না হওয়া পর্যন্ত বিকল্প রাস্তায় যান চলাচলের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
একটি অব্যবস্থাপনার দায় যেন আর একটি প্রাণ না নেয়। জামালগঞ্জ ও আশপাশের হাজারো মানুষের জীবন-জীবিকা, শিক্ষাগমন, চিকিৎসা, কৃষি ও বাজারজাতকরণ এই সড়কের উপর নির্ভরশীল। তাই বিলম্ব নয় - এই সড়ক সংস্কার এখনই জরুরি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ