পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ::
শাল্লা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টায় উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উপজেলা আবাসিক মেডিকেল অফিসার রাজিব বিশ্বাস তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আলমাছ মিয়া ও গ্রামবাসী সূত্রে জানাযায়, একই উপজেলার শাল্লা ইউনিয়নের সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৫) ও বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসে মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভির মিয়া (৫) খেলাধুলায় ব্যস্ত ছিল। খেলাধুলার এক ফাঁকে এ দুই শিশু পুকুরের পানিতে পড়ে যায়।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাড়ির আঙিনায় খেলাধুলার সময় শিশু দুটি পরিবারের অগোচরে পুকুরে ডুবে মারা যায়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ