দুই শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক
- আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৫০:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৫০:০২ পূর্বাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে তৃতীয় শ্রেণি পড়–য়া দুই শিশুকে (প্রায় ৮ বছর) বলৎকারের অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত শাহজাহান মিয়া ওরফে সাজা ওই গ্রামের মৃত ইছকন আলীর পুত্র। ঘটনার পর রোববার সকালে শাহজাহান মিয়া সাজা (৬৫) কে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় গ্রামসংলগ্ন একটি জঙ্গলে দুই শিশুকে ডেকে নিয়ে যায় শাহজাহান মিয়া এবং সেখানে তিনি বলাৎকারের ঘটনা ঘটান। অপরদিকে, ওই ঘটনায় গ্রামে এক সালিশ বৈঠক হয়। যেখানে প্রভাবশালী কয়েকজন স্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে অর্থ দিয়ে বিষয়টি মিমাংসা করার চাপ দেওয়া হয়।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ