দোয়ারাবাজার প্রতিনিধি ::
যুব জমিয়ত বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।
রোববার (৬ জুলাই) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত অধিবেশনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুব জমিয়তের নেতৃবৃন্দ অংশ নেন। অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা যুব জমিয়তের আহ্বায়ক মাওলানা রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন হাফিজ আব্দুল গফফার রায়হান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম ও সাংগঠনিক স¤পাদক মাওলানা গিয়াসউদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ ত্বাহা হোসাইন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুব জমিয়তের সহ-সাংগঠনিক স¤পাদক মাওলানা আসআদ আহমদ, মাওলানা শহীদুল ইসলাম, মুফতি জিয়াউর রহমান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, ছাত্রনেতা তোফায়েল আহমদ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
দোয়ারাবাজারে যুব জমিয়তের কাউন্সিল সম্পন্ন
- আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৫৩:১২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৫৫:৪৬ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ