সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিতে দুর্নীতিবাজদের ঠাঁই হবে না : কামরুজ্জামান কামরুল শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি! ভোটের প্রতীক ‘শাপলা’ নয়, নীতিগত সিদ্ধান্ত ইসির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ হাওরে মাছের আকাল, চাষের পাঙ্গাসই এখন ভরসা তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৬ শতাধিক শিক্ষার্থীর জন্য মাত্র দুই শিক্ষক! দিরাই আ.লীগের সম্পাদক প্রদীপ রায় কারাগারে ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি মৎস্য কার্যালয়ে পাওয়া গেল অফিস সহায়কের মরদেহ পথে যেতে যেতে: পথচারী মদ্যপ তরুণীর ভিডিওচিত্রে ভাইরাল টাঙুয়া:হাউসবোটে হতশ্রী হাওর ভাড়া দিতে ৩ দিন দেরি হওয়ায় ভাড়াটিয়াকে ঘরে রেখে তালা দখলদারদের কবলে পৌরসভার জায়গা নির্বাচন দেরি হলে জুডিসিয়াল-আইনশৃঙ্খলা ভেঙে পড়বে ট্যাকেরঘাট-বারেকটিলা সড়ক কালভার্ট যেন মরণ ফাঁদ! সাংবাদিকদের হুমকি স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধক জুন মাসে সিলেট সড়কে ঝরলো ২৮ প্রাণ সিলেটে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট খালিদ মিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন বিএনপি নেতার অশোভন আচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

রঙ্গারচর ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ সম্পন্ন

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:১৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:২৭:৩৭ পূর্বাহ্ন
রঙ্গারচর ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ সম্পন্ন
স্টাফ রিপোর্টার ::
প্রথমবারের মতো অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নে ‘ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ’-এর ফাইনাল খেলাটি জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ইউনিয়নের রঙ্গারচর-হরিনাপাটি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে ইউনিয়নের ২নং ওয়ার্ড বনাম ৯নং ওয়ার্ড প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি প্রথমার্ধে গোলশূন্য ড্র হয়। বিরতির পর ২নং ওয়ার্ড একটি চমৎকার গোল করলে এগিয়ে যায় তারা। পরে নির্ধারিত সময়ের খেলাটি ১-০ গোলে সমাপ্তি হয়। খেলাটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি মো. শরিফ, সুমু ও সোহাগ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলার আয়োজক ২নং রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হাই।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা ছেলেমেয়েদের চরিত্র গঠনে অত্যন্ত সহায়ক। মননশীল কাজে আনন্দ যোগায়। পাড়াগাঁয়ে এতো সুন্দর পরিবেশে খেলার আয়োজনে আমি অভিভূত হয়েছি। রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই এই গোল্ডকাপের আয়োজন করে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। আমি তাঁকে ধন্যবাদ জানাই। সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রফিকুল ইসলাম ও রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর খান।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাড. নুরুল ইসাম নুরুলকে ক্রেস্ট উপহার দেন খেলার আয়োজক চেয়ারম্যান মো. আব্দুল হাই। সম্মাননা ক্রেস্ট দেয়া হয় বিশেষ অতিথি ডা. রফিকুল ইসলাম ও শিক্ষক আব্দুল গফুর খানকে।
এছাড়াও সম্মাননা ক্রেস্ট দেয়া হয় ২নং ওয়ার্ড সদস্য মো. নিজাম উদ্দিন, ইউপি সদস্য শরকত আলী, মুজিবুর রহমান ও অন্যান্যদেরকে। শ্রেষ্ঠ খেলোয়াড়কেও পুরস্কার দেয়া হয়। শ্রেস্ঠ গোল কিপারকেও পুরস্কৃত করা হয়। পরে রানার্সআপ দলের ৯নং ওয়ার্ড সদস্যের হাতে নগদ ৩ হাজার টাকা ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। সবশেষে চ্যাম্পিয়ন দলের ২নং ওয়ার্ড সদস্য নিজাম উদ্দিন ও দলের অধিনায়কের হাতে ১ম পুরস্কার নগদ ৭ হাজার টাকা ও ট্রফি তুলে দেন অতিথিগণ। বৈরি আবহাওয়া উপেক্ষা করে খেলাটি উপভোগ করতে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম, জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান মিন্টু, জিএম তাশহিজ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম দিলু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি!

শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি!