সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিতে দুর্নীতিবাজদের ঠাঁই হবে না : কামরুজ্জামান কামরুল শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি! ভোটের প্রতীক ‘শাপলা’ নয়, নীতিগত সিদ্ধান্ত ইসির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ হাওরে মাছের আকাল, চাষের পাঙ্গাসই এখন ভরসা তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৬ শতাধিক শিক্ষার্থীর জন্য মাত্র দুই শিক্ষক! দিরাই আ.লীগের সম্পাদক প্রদীপ রায় কারাগারে ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি মৎস্য কার্যালয়ে পাওয়া গেল অফিস সহায়কের মরদেহ পথে যেতে যেতে: পথচারী মদ্যপ তরুণীর ভিডিওচিত্রে ভাইরাল টাঙুয়া:হাউসবোটে হতশ্রী হাওর ভাড়া দিতে ৩ দিন দেরি হওয়ায় ভাড়াটিয়াকে ঘরে রেখে তালা দখলদারদের কবলে পৌরসভার জায়গা নির্বাচন দেরি হলে জুডিসিয়াল-আইনশৃঙ্খলা ভেঙে পড়বে ট্যাকেরঘাট-বারেকটিলা সড়ক কালভার্ট যেন মরণ ফাঁদ! সাংবাদিকদের হুমকি স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধক জুন মাসে সিলেট সড়কে ঝরলো ২৮ প্রাণ সিলেটে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট খালিদ মিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন বিএনপি নেতার অশোভন আচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়

শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি!

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:২১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:৪৮:৫১ পূর্বাহ্ন
শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি!
বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট দূর করার বদলে প্রতিনিয়ত শিক্ষকরা বদলি হয়ে চলে যাচ্ছেন। গত দুই মাসে ৫ শিক্ষক বদলি হয়ে গেছেন। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। বিদ্যালয়ে ৫৩ জন শিক্ষকের মধ্যে কর্মরত আছেন ৩৭জন। ১৭ জন শিক্ষকের পদ খালি থাকায় বিরাট ক্ষতির মুখে পড়েছেন বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। অভিভাবকরা অবিলম্বে বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় সূত্রে জানা গেছে, এই বিদ্যালয়ে ৫৩ জন শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক ও দুইজন সহকারী প্রধান শিক্ষকের পদও শূন্য। এই পদে ভারপ্রাপ্ত তিনজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। গত দুই মাসে ইংরেজি, জীববিজ্ঞান, ভূগোল ও ধর্ম শিক্ষা বিষয়ের ৫ জন শিক্ষক বদলি হয়ে গেছেন।
নিয়মানুযায়ী একজন শিক্ষককে প্রতিদিন গড়ে চারটি ক্লাস নেওয়ার কথা থাকলেও এখন শিক্ষক সংকটের কারণে অতিরিক্ত আরো ২টি করে ক্লাস নিতে হচ্ছে। এতে পড়ালেখার মান ঠিক থাকছেনা বলে স্বীকার করেছেন সংশ্লিষ্টরাই।
অভিভাবকরা জানান, জেলার শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শিক্ষক স্বল্পতার কারণে সুনাম ধরে রাখতে পারছে না। বিদ্যালয়টিতে বিভিন্ন পরীক্ষার কেন্দ্র থাকায় এমনিতেই নিয়মিত ক্লাস হচ্ছে কম। এর মধ্যে শিক্ষক সংকট নতুন করে বিদ্যালয়টিকে আরো বড়ো সংকটের মুখে ঠেলে দিয়েছে। এতে শিক্ষার্থীরা পর্যাপ্ত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাসও হচ্ছেনা অনেক সময়।
অভিভাবক ও সাবেক কাউন্সিলর হোসেন আহমদ রাসেল বলেন, সারাজেলার সুনাম ছিল বিদ্যালয়টি। এখন শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়টি সুনাম ধরে রাখতে পারছেনা। সাধারণ ছাত্ররা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। এতে প্রভাব পড়েছে তাদের শিক্ষাজীবনে। ক্লাস কম হওয়ায় অনেক শিক্ষার্থী বিদ্যালয়মুখী পড়ালেখার বদলে কোচিংমুখি পড়ালেখায় মনোযোগ দিচ্ছে।
শহরের নতুন পাড়ার বাসিন্দা ও অভিভাবক ঝুনু চৌধুরী বলেন, আমার ছেলে তৃতীয় শ্রেণিতে এবার ভর্তি হয়েছে। গত ৭ জুলাই তাদের ষান্মাষিক পরীক্ষা হয়েছে। অথচ সিলেবাস অনুযায়ী তাদের গড়ে ১ মাসও ক্লাস হয়নি। ক্লাস না করেই ছাত্ররা পরীক্ষায় অংশ নিয়েছে। এতে তাদের স্বাভাবিক পড়ালেখায় ব্যাঘাত ঘটছে।

প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান খান বলেন, বিদ্যালয়টি এমনিই শিক্ষক সংকটে হাবুডুবু খাচ্ছে। এর মধ্যে বিদ্যালয় থেকে সম্প্রতি ৫জন শিক্ষক বদলি হয়ে গেছেন। এখন ১৭জন শিক্ষকের সংকট আছে। এই সংকটের কারণে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষকদেরকে অতিরিক্ত ক্লাসের জন্য চাপ দিতে হচ্ছে। এটা করতে গিয়ে স্বাভাবিক পাঠদানের মান ঠিক থাকছেনা। কেবল শিক্ষক নিয়োগ দিলেই এই সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, জেলা শহরের ঐতিহ্যবাহী স্কুলটিতে শিক্ষক স্বল্পতায় স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। এর মধ্যে সম্প্রতি একাধিক শিক্ষক বদলি হয়ে চলে গেছেন। আমি শিক্ষক স্বল্পতার বিষয়টি সম্প্রতি একটি সভায় বিভাগীয় কমিশনার স্যারকে অবগত করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি!

শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি!