সুনামগঞ্জ , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহারের সমর্থনে লিফলেট বিতরণ অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আমরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে চাই : আরিফুল হক চৌধুরী নিত্য যানজটে ভোগান্তি শহরবাসীর জেলায় পাসের হার ৬৮.৪৬%, জিপিএ-৫ পেয়েছে ৪১৭ জন বিএনপিতে দুর্নীতিবাজদের ঠাঁই হবে না : কামরুজ্জামান কামরুল শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি! ভোটের প্রতীক ‘শাপলা’ নয়, নীতিগত সিদ্ধান্ত ইসির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ হাওরে মাছের আকাল, চাষের পাঙ্গাসই এখন ভরসা তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৬ শতাধিক শিক্ষার্থীর জন্য মাত্র দুই শিক্ষক! দিরাই আ.লীগের সম্পাদক প্রদীপ রায় কারাগারে ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি মৎস্য কার্যালয়ে পাওয়া গেল অফিস সহায়কের মরদেহ পথে যেতে যেতে: পথচারী মদ্যপ তরুণীর ভিডিওচিত্রে ভাইরাল টাঙুয়া:হাউসবোটে হতশ্রী হাওর ভাড়া দিতে ৩ দিন দেরি হওয়ায় ভাড়াটিয়াকে ঘরে রেখে তালা দখলদারদের কবলে পৌরসভার জায়গা নির্বাচন দেরি হলে জুডিসিয়াল-আইনশৃঙ্খলা ভেঙে পড়বে

নিত্য যানজটে ভোগান্তি শহরবাসীর

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৮:০৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৮:০৭:৩৬ পূর্বাহ্ন
নিত্য যানজটে ভোগান্তি শহরবাসীর
স্টাফ রিপোর্টার ::
ঘড়ির কাঁটায় তখন বেলা ১২টা ৫০ মিনিট বাজে। সকাল থেকে থেমে থেমে গুড়ি-গুড়ি বৃষ্টিও হচ্ছে। ঠিক এইসময়ে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় যানজটের সৃষ্টি হয়। অসংখ্য রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন এবং পথচারীদের উপচে পড়া ভিড়ে পুরো এলাকা যেন স্থবির হয়ে পড়ে। তীব্র যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ট্রাফিক পয়েন্টে যানজটে আটকে থাকা যাত্রীদের অভিযোগ, ট্রাফিক পুলিশের উদাসীনতার কারণেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত এমন যানজট সৃষ্টি হচ্ছে। তাদের মতে, ট্রাফিক পুলিশ সদস্যদের নিষ্ক্রিয়তা যানজট নিরসনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু চালকের বেপরোয়া মনোভাব এবং ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা। তবে, এসময় দু’জন ট্রাফিক পুলিশ সদস্যদের যানজট নিরসনে কাজ করতে দেখা যায়। যাত্রীদের অভিযোগের তীর কেবল পুলিশের উদাসীনতার দিকেই নয়, তারা যানবাহনের উল্টো পথে চলাচল, ট্রাফিক আইন অমান্য করা এবং সামগ্রিকভাবে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে গাফিলতির বিষয়টিও তুলে ধরেন। শহরের এই প্রধান পয়েন্টে যানজট এখন নিত্যনৈমিত্তিক সমস্যায় পরিণত হয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য ট্রাফিক বিভাগকে আরও সক্রিয় ভূমিকা পালন, ট্রাফিক আইন প্রয়োগে কঠোরতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন শহরবাসী। এদিকে, শুধুমাত্র ট্রাফিক পয়েন্টে নয় শহরে কালিবাড়ি পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ডেও নিয়মিত যানজট লেগে থাকে। আলফাত স্কয়ারে যানজটে আটকে থাকা মোছা. নাজিমা বেগম বলেন, ট্রাফিক পয়েন্টের যানজট এটা প্রতিদিনের চিত্র। ট্রাফিক পুলিশ থাকার পরও যানজট লেগেই থাকে। যদি তারা (ট্রাফিক পুলিশ) ঠিকমতো দায়িত্ব পালন করতেন, তাহলে নিয়মিত ভোগান্তি পোহাতে হতো না। সড়কে আইন না মেনে অনেক গাড়ি উল্টো পথে চলছে, কিন্তু কেউ কিছু বলছে না।
পথচারী মোবাশ্বির হোসেন বলেন, যানজটে আটকে থাকা খুবই কষ্টকর। বিশেষ করে জরুরি কাজে বের হওয়া মানুষদের জন্য এটা খুবই ভোগান্তির কারণ। যারা ট্রাফিক আইন মানছেন না তাঁদের বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশ্ন মোবাশ্বিরের।
সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী গোলাম মাওলা রনি বলেন, শহরে মাত্রাতিরিক্ত ইজিবাইক ও অটোরিকশা থাকায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়াও অবৈধ বা রেজিষ্ট্রেশন বিহীন যানবাহনের সংখ্যাও তুলনামূলক শহরে বেশি। এদের লাগাম টানতে হবে।
​​​​​​
যানজট নিরসনের ব্যাপারে সুনামগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ হানিফ মিয়া বলেন, আগের পৌর পরিষদ নিয়ম বহির্ভূত ছোট এই শহরে প্রায় দেড় থেকে দুই হাজার ইজিবাইক ও অটোরিকশা চলাচলের অনুমোদন দিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের পরামর্শ হচ্ছে যানজট নিরসনে নতুন করে যেন কোনো অটোরিকশা চলাচলের জন্য অনুমোদন দেয়া না হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স