এতিম শিশুদের মাঝে অর্থ বিতরণ
- আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৮:১৩:১৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৮:১৩:১৭ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা, পশ্চিম বীরগাঁও ও জয়কল ইউনিয়নের ২৭০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে সংস্থাটির অরফান, চাইল্ড রাইটস এন্ড প্রোটেকশন প্রোগ্রাম এর আওতায় এই অর্থ বিতরণ করা হয়। পরিবারগুলোর মধ্যে বিভিন্ন অঙ্কের ৪৬ লক্ষ ৬১ হাজার ৯৬৫ টাকা বিতরণ করেছে সংস্থাটি।
ব্যাংক একাউন্টের মাধ্যমে অর্থ বিতরণ করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। এসময় ইসলামিক রিলিফের কর্মকর্তাসহ আরো কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ