জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে সভা
- আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৮:১৯:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৮:১৯:১১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১০ জুলাই) বিকাল ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবদুল হক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, অ্যাড. শেরেনূর আলী, আবুল মনসুর শওকত, দ্বীনি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নূর, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক ইমনদ্দোজা আহমেদ, জুলাই গণঅভ্যুত্থানে আহত জহুর আলী, রিপন মিয়া প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ