সুনামগঞ্জ , শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে চাই : আরিফুল হক চৌধুরী নিত্য যানজটে ভোগান্তি শহরবাসীর জেলায় পাসের হার ৬৮.৪৬%, জিপিএ-৫ পেয়েছে ৪১৭ জন বিএনপিতে দুর্নীতিবাজদের ঠাঁই হবে না : কামরুজ্জামান কামরুল শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি! ভোটের প্রতীক ‘শাপলা’ নয়, নীতিগত সিদ্ধান্ত ইসির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ হাওরে মাছের আকাল, চাষের পাঙ্গাসই এখন ভরসা তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৬ শতাধিক শিক্ষার্থীর জন্য মাত্র দুই শিক্ষক! দিরাই আ.লীগের সম্পাদক প্রদীপ রায় কারাগারে ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি মৎস্য কার্যালয়ে পাওয়া গেল অফিস সহায়কের মরদেহ পথে যেতে যেতে: পথচারী মদ্যপ তরুণীর ভিডিওচিত্রে ভাইরাল টাঙুয়া:হাউসবোটে হতশ্রী হাওর ভাড়া দিতে ৩ দিন দেরি হওয়ায় ভাড়াটিয়াকে ঘরে রেখে তালা দখলদারদের কবলে পৌরসভার জায়গা নির্বাচন দেরি হলে জুডিসিয়াল-আইনশৃঙ্খলা ভেঙে পড়বে ট্যাকেরঘাট-বারেকটিলা সড়ক কালভার্ট যেন মরণ ফাঁদ! সাংবাদিকদের হুমকি স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধক জুন মাসে সিলেট সড়কে ঝরলো ২৮ প্রাণ

চকবাজার-রাবারড্যাম রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৮:২১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৮:২১:৩১ পূর্বাহ্ন
চকবাজার-রাবারড্যাম রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক চকবাজার-রাবারড্যাম রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহ¯পতিবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে ভুক্তভোগী জনগণ, স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার সদরের সঙ্গে লক্ষ্মীপুর ইউনিয়নের একমাত্র সংযোগ সড়কটি বর্তমানে বেহাল দশায় পৌঁছেছে। সড়কের ইট-সলিং ও ব্লক ধসে পড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, যার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছেন। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার বা পাকাকরণ হয়নি। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজকর্মী ডা. এ আর খোকন, ইউপি সদস্য আহসান হাবিব, সাবেক ইউপি সদস্য আলকাছ মিয়া, ডা. আলী নূর, জাকির হোসেন, আব্দুল খালেক, শরাফত আলী, ফজল করিম, ফারুক মিয়া, হাসান মিয়া, আমিন মিয়া, আব্দুল হামিদ, সিকান্দর আহমদ, লিটন মিয়া, নুর হোসেন, আজাদ হোসাইন, সবুজ মিয়া, জুয়েল মিয়া, বাচ্চু মিয়া প্রমুখ। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত আবেদন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং রাস্তা সংস্কারের দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স