স্টাফ রিপোর্টার ::
সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক জানান, রবিবার সকাল ৯টার দিকে শহরের ক্রীড়া সংস্থার সামনে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন অ্যাড. বিমান রায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সড়ক দুর্ঘটনায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আহত
- আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৯:১৯:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৯:২৩:৪৮ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ