সুনামগঞ্জ , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকেজো ১০ হাজার নলকূপ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জামালগঞ্জে যুবদলের কর্মী সমাবেশে কৃষক লীগ নেতা! ‎সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম, সম্পাদক জসিম মাছশূন্য হাওর, সংকটে জল-জীবিকা ব্রিটিশ-বাংলাবাজার সড়ক বেহাল : দুর্ভোগে হাজারো মানুষ ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হাউসবোটে নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা পর্যটকদের উদ্বেগ বাংলাবাজার ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ অনলাইন জুয়ার ‘হটস্পট’ জাউয়াবাজার প্রতিপক্ষের সুলফির আঘাতে নিহত ১ বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল

ছাতক সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৪৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৪৮:৫৭ পূর্বাহ্ন
ছাতক সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন
স্টাফ রিপোর্টার :: ছাতকের সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। উপজেলার নোয়াকোট সীমান্তের ছনবাড়ি এলাকায় বুধবার সকালে তাদেরকে ঠেলে পাঠানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে আটটি পরিবারের ২১ জন আছেন। তাদের মধ্যে ৪ পুরুষ, ১৫ নারী ও ২টি শিশু আছে। তারা জানায়, সিলেটে ৩, যশোরে ৫, নড়াইলে ৪ ও সাতক্ষীরায় ৮ জনের বাড়ি। বিজিবি জানায়, ছাতকসহ সিলেটের কো¤পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সীমান্ত পথ দিয়ে নারী, শিশুসহ মোট ৫৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। বুধবার ভোর ৪টা, সকাল ৭টা ও বেলা ১টার দিকে পুশইনের এসব ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক সকলেই বাংলাদেশের নাগরিক। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে বাংলাদেশে পুশইনের জন্য বিএসএফের হাতে তুলে দেয়। বিজিবি জানায়, কো¤পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত দিয়ে পুশইনকৃত ১৯ জনের মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ শিশু রয়েছে। তারা নড়াইল, কুষ্টিয়া ও খুলনা জেলার বাসিন্দা। জৈন্তাপুরের শ্রীপুর সীমান্ত দিয়ে আসা ১৩ জনের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৩ শিশু রয়েছে। তাদের বাড়ি সিলেট, হবিগঞ্জ, নরসিংদী, বরিশাল ও সাতক্ষীরায়। তামাবিলের নলজুরি এলাকা দিয়ে পুশইনকৃত ২ জনের বাড়ি যশোর জেলায়। এদিকে ছাতকের নোয়াকোট সীমান্তের ছনবাড়ি এলাকা দিয়ে পুশইন করা হয়েছে ২১ জনকে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ১৫ জন নারী ও ২ শিশু রয়েছে। তাদের বাড়ি সিলেট, নড়াইল, সাতক্ষীরা ও যশোর জেলায়। ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই শেষে যথাযথ আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবি সদস্যরা কড়া নজরদারিসহ দায়িত্ব পালন করে যাচ্ছেন। সিলেটের ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, প্রাথমিক যাচাই-বাছাইয়ে আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। তাঁরা বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স