মসজিদে ঢুকে নামাজরত ভাইকে হত্যা
- আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০১:২৩:০৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০১:২৩:০৮ পূর্বাহ্ন

জিয়াউর রহমান ::
বিশ্বম্ভরপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড়ভাইয়ের মুগুরের আঘাতে ছোটভাই খুন হয়েছেন। এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের পূর্ব চরগাঁও জামে মসজিদে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজ চলাকালীন মসজিদে ঢুকে বড় ভাই মো. ফজলুর রহমান (৬৫) তার ছোট ভাই মো. মুজিবুর রহমানকে (৬০) নামাজরত থাকা অবস্থায় মাথায় মুগুর দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। মসজিদে উপস্থিত মুসল্লীরা রক্তাক্ত অবস্থায় মুজিবুর রহমানকে প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমির ভাগ নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধেরই ভয়াবহ পরিণতিতে ঘটেছে এই হত্যাকা-।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, পুলিশ ফজলুর রহমানকে আটক করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ