সুনামগঞ্জ , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ বিএনপিতে ফাটল, ১৮ ইউনিটে পাল্টা কমিটি দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ বিশ্বম্ভরপুরে নারীর লাশ উদ্ধার দুই যুগ আগের ঝুলে থাকা ১০ হাজার মামলা নিষ্পত্তি করবে হাইকোর্ট পাঁচ মাসে নারী ও শিশু নির্যাতনের ৯১০০ মামলা বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি জগন্নাথপুরে রিংকনের মৃত্যু দুর্ঘটনা নয়, শ্বাসরোধে হত্যা : পিবিআই হাউসবোটে বিদ্যুতের চোরাই জোগান! নৈতিক শিক্ষা-ভালো মানুষ হলেই দেশ উপকৃত হবে : সেনাপ্রধান জাতিসংঘের মানবাধিকার মিশন কোনো এজেন্ডা বাস্তবায়নে হাতিয়ার হবে না সীমান্তে জব্দকৃত ৯০টি ভারতীয় গরু গায়েব দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ভাড়াটিয়াদের আটকে রাখেন বাড়িওয়ালা, উদ্ধার করলো পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের বিশাল সমাবেশ অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে, প্রশ্ন তারেক রহমানের সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ১০ দোকান উচ্ছেদ মুখ থুবড়ে পড়েছে ছাতক স্লিপার কারখানা নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন

নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:৩০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১২:৪৬:৪৫ পূর্বাহ্ন
নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক
দিরাই প্রতিনিধি ::
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, শিক্ষায় পিছিয়ে থাকা হাওরপাড়ের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এসএসসি’র ফলাফল আমাকে অভিভূত করেছে। তাড়ল উচ্চ বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করায় আমি শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ফলাফলে এগিয়ে থাকা ছাত্রীদের প্রশংসা করে বলেন, প্রতিকূল পরিবেশে ২২ জন পরীক্ষার্থীদের ১৮ জন ছাত্রীর সবাই পাস করে যে সাফল্য অর্জন করেছে বিষয়টি সত্যিই প্রশংসনীয়। ছাত্রীদের প্রতি সচেতন হতে অভিভাবকদের আহবান জানিয়ে বলেন, নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। তিনি বলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়েই এমন রেজাল্ট হয়েছে। পাড়াগাঁয়েও প্রতিষ্ঠানের সফলতা ধরে রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করতে হবে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় দিরাই উপজেলার তাড়ল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ায় তাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু তাহের মিয়ার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জামিল চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, বালাগঞ্জ প্রেসক্লাব সভাপতি শাহাব উদ্দিন, এমদাদ সরদার।
বক্তব্য রাখেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে এসএসসিতে উত্তীর্ণ ২২জন শিক্ষার্থীর হাতে জামিল চৌধুরীর সৌজন্যে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স