সুনামগঞ্জ , রবিবার, ২০ জুলাই ২০২৫ , ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈতিক শিক্ষা-ভালো মানুষ হলেই দেশ উপকৃত হবে : সেনাপ্রধান জাতিসংঘের মানবাধিকার মিশন কোনো এজেন্ডা বাস্তবায়নে হাতিয়ার হবে না সীমান্তে জব্দকৃত ৯০টি ভারতীয় গরু গায়েব দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ভাড়াটিয়াদের আটকে রাখেন বাড়িওয়ালা, উদ্ধার করলো পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের বিশাল সমাবেশ অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে, প্রশ্ন তারেক রহমানের সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ১০ দোকান উচ্ছেদ মুখ থুবড়ে পড়েছে ছাতক স্লিপার কারখানা নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন পার্লামেন্ট হিল অটোয়া: সুখেন্দু সেন টাঙ্গুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধন গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয় : আইএসপিআর মসজিদে ঢুকে নামাজরত ভাইকে হত্যা চৌধুরী মনসুর আহমদ স্মরণে শোকসভা, তিনি মানবিক গুণাবলিতে পরিপূর্ণ মানুষ ছিলেন ষড়যন্ত্র রুখতে মাঠে থাকবে যুবদল টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে বিরূপ ভিডিও পোস্ট, প্রতিবাদে থানায় জিডি দোয়ারাবাজারে গ্রামীণ রাস্তা পাকাকরণের দাবি

জামালগঞ্জে মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:০৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:০৩:০৫ পূর্বাহ্ন
জামালগঞ্জে মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আব্দুর রব। জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী। সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, ভীমখালী ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুজিত রঞ্জন দে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালিক, সাবেক প্রভাষক কৃপেশ চন্দ্র বণিক, সিলেট গোয়াইনঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন বাবর, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সহ-সভাপতি আশরাফ হোসেন লিটন, দ্বিগেন্দ্র বর্মণ সরকারি কলেজের প্রভাষক মশিউর রহমান, জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মুজিবুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী, আলী আক্কাস মুরাদ, জামালগঞ্জ সংবাদের সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, কোষাধ্যক্ষ মহসিন কবির, সমাজকর্মী বশির আহমদ, নূরুল হক, রেজাউল করিম কাপ্তান, মিছবাহ উদ্দিন, এমদাদুর রহমান হিরন, গণমাধ্যমকর্মী তোফাজ্জল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষানুরাগী মো. আব্দুর রবকে আহ্বায়ক এবং অধ্যক্ষ (অব.) রফিকুল ইসলাম বিন বারীকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আহবায়ক কমিটিতে পদাধিকার বলে জামালগঞ্জ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এলাকার শিক্ষানুরাগী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হবে। সভায় বক্তারা বলেন, জামালগঞ্জে নারী শিক্ষার প্রসারে মহিলা কলেজ প্রতিষ্ঠা সময়ের দাবি। মহিলা কলেজ না থাকায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও অনেক ছাত্রী ঝরে পড়ে। বহু মেয়ে শিক্ষাজীবন মাঝপথে থামিয়ে দিতে বাধ্য হচ্ছে। জামালগঞ্জে মহিলা কলেজ প্রতিষ্ঠা হলে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। নারীদের সর্বোচ্চ শিক্ষা নিশ্চিত করতে হলে মহিলা কলেজের বিকল্প নেই। তারা আরও বলেন, এই মহতী উদ্যোগ সফল করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আজকের এই ঐতিহাসিক সভার মাধ্যমে আমরা একটি বড় দায়িত্ব কাঁধে নিয়েছি। ইনশাআল্লাহ, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জামালগঞ্জে আধুনিক মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স