সুনামগঞ্জ , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ নেই পোকামাকড়ের শঙ্কা, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের সম্ভাবনা

সাংবাদিকদের আসামি করায় সাংবাদিক সংগঠনের নিন্দা ও ক্ষোভ

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০৯:৩২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০৯:৩২:৫৪ পূর্বাহ্ন
সাংবাদিকদের আসামি করায় সাংবাদিক সংগঠনের নিন্দা ও ক্ষোভ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে সুনামগঞ্জের মূলধারার গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জ জেলার সাংবাদিক সংগঠন ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। তারা নিরপরাধ সাংবাদিকদের মামলার আসামি করে হয়রানি করায় ক্ষোভ জানিয়ে অবিলম্বে মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলার জনৈক হাফিজ আহমদ গত ৪ আগস্ট ছাত্রজনতার মিছিলে আওয়ামী লীগ ক্যাডার ও পুলিশের আক্রমণে তার ভাই জহির আলী আহত হওয়ার ঘটনায় ৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এতে সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক ও পেশাদার গণমাধ্যমকর্মী দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক সুনামকণ্ঠ’র নির্বাহী সম্পাদক শামস শামীম, আরটিভি ও আমাদের সময়ের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক শাহরিয়ার চৌধুরী বিপ্লবসহ ৬ গণমাধ্যম কর্মীদের আসামি করেছেন। সাংবাদিকদের মামলায় আসামি করায় গত ২ সেপ্টেম্বর তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, সাধারণ সম্পাদক এ আর জুয়েল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিন্দা জানিয়ে অবিলম্বে সাংবাদিকদেরকে মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সাংবাদিক শামস শামীমসহ সাংবাদিকদের হয়রানিমূলক মামলায় আসামি করায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। তারা অবিলম্বে হয়রানিমূলক মামলা থেকে নিরপরাধ সাংবাদিককে অব্যাহতি দানের আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় তারা প্রতিবাদী কর্মসূচির কথাও জানিয়েছেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। এছাড়া সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামও এ ঘটনায় নিন্দা জানিয়েছে। সাংবাদিক ফোরামের সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক কুলেন্দু শেখর দাস অবিলম্বে সাংবাদিক শামস শামীম, বিন্দু তালুকদারসহ সাংবাদিকদের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দানের আহ্বান জানিয়েছেন। এদিকে সুনামগঞ্জ জেলা শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলার সাংবাদিক সংগঠনও নিন্দা ও প্রদিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন। মধ্যনগর প্রেসক্লাব গত ৫ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে সাংবাদিক শামস শামীম, বিন্দু তালুকদারসহ অন্যান্য সাংবাদিকদের হয়রানিমূলক মামলায় আসামি করায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে। দফতর সম্পাদক অনুপ তালুকদার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় গণমাধ্যমকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সকল কর্মসূচির প্রচার ও প্রচারণায় যথাযথ দায়িত্ব পালন করেছেন। এখন তাদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় মধ্যনগর প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স