জগন্নাথপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:০১:৫৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:০১:৫৯ পূর্বাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে মাধ্যমিক স্কুল পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।
সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায়। বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলার রাণীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবীর, চন্দন মিয়া কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, হাজী রঙ্গুম আলী কারিগরি প্রতিষ্ঠানের শাজাহান মাহমুদ, রাণীগঞ্জ কলেজের প্রভাষক অনিক সূত্রধর, সাইফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল কাশেম ও গীতাপাঠ করেন শান্তা রাণী নাথ।
এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হোসাইন মোহাম্মদ আনোয়ার ও জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ