স্টাফ রিপোর্টার ::
সারাদেশের ন্যায় সুনামগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় দুটি পর্বে বিভক্ত এই আয়োজনটি জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে, অংশগ্রহণকারীরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠানে যুক্ত হয়ে শপথ গ্রহণ করেন। এরপর দ্বিতীয় পর্বে, সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জুলাই পুনর্জাগরণ কেবল একটি আন্দোলনের নাম নয়, এটি একটি নতুন সমাজ গড়ার অঙ্গীকার। আমরা সম্মিলিতভাবে নারী ও শিশুর সুরক্ষায় কাজ করতে বদ্ধপরিকর। সমাজের প্রতিটি স্তরে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আমাদের এই শপথ দৃঢ় প্রতিজ্ঞার এক প্রতিফলন।
সহকারী কমিশনার নাসরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ জে এম রেজাউল আলম, জুলাই গণঅভ্যুত্থানে আহত ফয়সাল আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এন ডি ওসমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেরিন সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন ও সংস্থার নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ
- আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২০:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২১:৪২ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ