জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
- আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৮:৫৬:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৮:৫৬:৩২ পূর্বাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতালের হলরুমে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ব্লাড ডোনেশন ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক গোবিন্দ দেব, শাহ আলম চৌধুরী, তৈয়বুর রহমান প্রমুখ। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালন করেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বদরুদ্দোজা ও ডা. আবু সাইদসহ সহযোগী নার্সবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ