ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন
- আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:১৪:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:১৪:২৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে এবং ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জের আয়োজনে ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই ২০২৫) সুনামগঞ্জ সদর উপজেলার লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ চক্ষু ক্যা¤প অনুষ্ঠিত হয়। ক্যা¤েপ মোট ১২০ জন রোগীকে প্রাথমিক চক্ষু চিকিৎসা দেওয়া হয় এবং ৬০ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক মো. হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন।
ক্যা¤েপর উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মাদ গোলাম আজাদ। তিনি বলেন, “ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক নিয়মিতভাবে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকা- পরিচালনা করে থাকে। আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায় সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা সম্ভব হচ্ছে।”
চক্ষু ক্যা¤েপ ভার্ড চক্ষু হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল টিম সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রোগীদের সেবা প্রদান করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অতিথিবৃন্দ ক্যা¤প পরিদর্শন করেন এবং সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। ডা”-বাংলা ব্যাংক ও ভার্ড চক্ষু হাসপাতাল সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
উল্লেখ্য, ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় ডাচ্-বাংলা ব্যাংক দেশের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে নিয়মিতভাবে বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ