ধর্মপাশায় সিএইচসিপি অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:৫৪:৩৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:৫৪:৩৮ অপরাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মঙ্গলবার (২৯ জুলাই) বেলা একটার দিকে কমিউনিটি ক্লিনিকের সংগঠন ধর্মপাশা উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ স¤পাদক পদে চারজন প্রার্থী অংশ নেন। নির্বাচনে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ২৫টি কমিউনিটি ক্লিনিকের ২৫জন সিএইচসিপি ভোটগ্রহণে অংশ নেন।
নির্বাচনে সভাপতি পদে সুনই কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাহফুজ আলম ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রংপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মহিবুর রহমান পেয়েছেন আট ভোট। সাধারণ সম্পাদক পদে বেখইজোড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোকাদ্দাছ আলী পেয়েছেন ১৫ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুন্নেছা কমিউনিটি ক্লিনিকের আবুল কাশেম পেয়েছেন ১০ ভোট। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ