সুনামগঞ্জ , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিটিশ আমলে নির্মিত সাচনা বাজারের হাসপাতাল চালুর দাবি অদম্য মেধাবী অর্পা’র স্বপ্নযাত্রা কি থেমে যাবে? গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে : প্রধান উপদেষ্টা সাগরপথে ইউরোপে যান সবচেয়ে বেশি বাংলাদেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে ‘সাধারণ শিক্ষার্থী’দের বিক্ষোভ জগন্নাথপুরে ৩ আসামি গ্রেফতার হাওরে পানি নেই, সংকটে কৃষি ও মৎস্য সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিভে গেল আরও এক শিক্ষার্থীর জীবন প্রদীপ খেলাধুলাই পারে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে : কয়ছর এম আহমদ সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়নের দাবি দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২ টাঙ্গুয়ার হাওরে ১২টি হাউসবোটকে দুই লক্ষাধিক টাকা জরিমানা বাবর ভাই, কাজটা আপনার ঠিক হয়নি : ১০ ট্রাক অস্ত্র প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিতে চাঁদাবাজদের স্থান নেই : কয়ছর এম আহমদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে সব কমিটি স্থগিত ভাঙা রেলিং, সরু পথ, দোয়ারাবাজার-শরীফপুর সেতু যেন প্রতিদিনের আতঙ্ক টাঙ্গুয়ার হাওরে অবৈধ হাউসবোট জব্দের নির্দেশ যে ছেলেটি ‘মানুষ’ শব্দটিকে অর্থপূর্ণ করে তুলেছে বিএনপি নেতাকর্মীদের ‘মাঠের কথা’ সমাবেশে পদবঞ্চিত নেতাদের বিপুল উপস্থিতি
আশ্বাসেই কাটে মাস-বছর, চালু হয় না হাসপাতাল

ব্রিটিশ আমলে নির্মিত সাচনা বাজারের হাসপাতাল চালুর দাবি

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১২:১৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১২:২৮:৫৪ পূর্বাহ্ন
ব্রিটিশ আমলে নির্মিত সাচনা বাজারের হাসপাতাল চালুর দাবি ছবি: ব্রিটিশ আমলে নির্মিত পরিত্যক্ত সাচনা থানা ডিসপেনসারি
মো. বায়েজীদ বিন ওয়াহিদ ::
ব্রিটিশ আমলে নির্মিত জামালগঞ্জ উপজেলার প্রথম স্বাস্থ্যসেবা দানকারী বর্তমানে পরিত্যক্ত পুরোনো স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন যাবত চালুর দাবি জানিয়ে আসছেন উপজেলাবাসী
বিশেষ করে উপজেলার সাচনা বাজারসহ সুরমা নদীর উত্তরপাড়ের ৩টি ইউনিয়নের জনগণের দাবি উঠেছে আরো বহু আগেই। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উদাসীনতাকেই দায়ী করছেন সচেতনমহল। বছরের পর বছর দাবিটি উপেক্ষা করে চলেছে সব সরকার। বিষয়টি মেনে নিতে পারছেন না সেবা প্রত্যাশীরা। চরম অসন্তোষ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ কয়েক যুগ ধরে অযত্নে আর অবহেলায় পুরো স্থাপনাটি এখন ভূতুড়ে অবস্থায় পরিণত হয়েছে।
তাছাড়া বিভিন্ন সময়ে ফেলা বাজারের আবর্জনায় এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছ। এছাড়াও পুরোনো স্বাস্থ্য কমপ্লেক্সটি বারবার অবৈধ দখলদারদের কবলে পড়েছে। ওয়ান ইলেভেনের সময় অবৈধ দখলমুক্ত করে সীমানা প্রাচীর দিয়েছিল সরকার। হাসপাতালটির পাশেই রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শহীদ মিনার ও বীরবিক্রম শহীদ সিরাজুল ইসলামের স্মৃতিফলক।
ব্রিটিশ আমলে নির্মিত এ হাসপাতালটি একসময় সংস্কারের পরও বেশ কয়েক বছর বেশ ভালোই চিকিৎসা সেবা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের।
এলাকার প্রবীণদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন পুরোনো সংবাদপত্র ঘেঁটে জানা যায়, সাচনা বাজারের পুরোনো এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়। পুরো উপজেলায় তখন এই একটি চিকিৎসা সেবাকেন্দ্র ছিল।
১৯৪০ সালে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় জামালগঞ্জ থানা। তৎকালীন সময়ে ভাসমান জল থানা ছিল এই অঞ্চলে। প্রথমে হাসপাতালটির নাম রাখা হয় ‘সাচনা থানা ডিসপেনসারি’।
বিভিন্ন তথ্য-উপাত্তে নিশ্চিত হওয়া যায়, ১৯৪০ সালের মাঝামাঝি সময়ের মধ্যেই ব্রিটিশের আসাম প্রাদেশিক সরকার প্রতিষ্ঠা করেন এই হাসপাতালটি। হাসপাতালটি নির্মাণের পর থেকেই জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও বিশ্বম্ভরপুরসহ হাওরাঞ্চলের আশপাশের কয়েকটি থানার লোকজন চিকিৎসাসেবা নিয়ে থাকত তৎকালীন সময়।

পরে ১৯৭৭ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি সুরমা নদীর দক্ষিণপাড় তৎকালীন জামালগঞ্জ থানা হেড কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। তারপর ১৯৮২ সালে সুরমার দক্ষিণ পাড়েই জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থায়ীভাবে প্রতিষ্ঠা পায়। এরপর থেকেই বিভিন্ন সময়ে সুরমার উত্তর পাড়ের ৩টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের কাছ থেকে দাবি উঠে হাসপাতালটি পুনরায় চালুর ব্যাপারে। কারণ জামালগঞ্জ উত্তর, সাচনা বাজার ও বেহেলীসহ ৩টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিতে সুরমা নদী পাড় হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। বিশেষ করে রাতের বেলা মুমূর্ষু ও গর্ভবতী নারীদেরকে সন্তান প্রসবের সময় জরুরি মুহূর্তে সঠিক সময়ে নদী পারাপার করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। এতে প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা।
জানাযায়, ২০১৯ সালে তৎকালীন আওয়ামী সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের সুপারিশে জামালগঞ্জ উপজেলার সাবেক প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন করেন। কিন্তু আশ্বাসের বেড়াজালে পরে কাজের কাজ কিছুই হয়নি।
সম্প্রতি উপজেলার সাচনাবাজার পুরাতন হাসপাতাল চালুর ব্যাপারে জোর দাবি জানাতে একাট্টা হয়েছে সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিগণ। সাচনাবাজার বণিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. খুরশিদ আলম ৩ ইউনিয়নের সেবা প্রত্যাশী সচেতন নাগরিকদের নিয়ে দীর্ঘদিন যাবত এই হাসপাতালটি চালুর দাবি জানিয়ে আসছে। কিন্তু কোনোভাবেই টনক নড়ছে না সংশ্লিষ্ট দপ্তরের।
খোঁজ নিয়ে আরো জানাযায়, চলতি মাসের ৯ তারিখে হাসপাতালটি পুনরায় সংস্কার ও স্বাস্থ্যসেবা চালুর ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জন ও ১৩ তারিখে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর একটি আবেদন করেন মো. খুরশিদ আলম। আবেদনে তিনি হাসপাতালটি পুনরায় সংস্কার ও চালুর ব্যাপারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ ব্যাপারে সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ জানান, আমরা ছোটবেলা এই হাসপাতালটি চিকিৎসা সেবা দিতে দেখেছি। কিন্তু কালের বিবর্তনে সেবা ও জৌলুস হারিয়েছে এই হাসপাতালটির। আমরা দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছি এটি পুনরায় চালুর জন্য। কিন্তু কোনোভাবেই সরকার এদিকে নজর দিচ্ছে না। আমরা চাই দ্রুত এই হাসপাতালটি চালু হোক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর বলেন, চিকিৎসার সুবিধার্থে পুরোনো হাসপাতালটি আবার চালু হওয়া দরকার। আমরা প্রস্তাবনা দিয়েছি। কিন্তু এটি সম্পূর্ণ মন্ত্রণালয়ের এখতিয়ার। তবে গত বছর সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক মহোদয় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এলে বিষয়টি স্যারকে অবগত করলে তিনি চালুর ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন বলেন, আমি দেখেছি জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের পুরোনো হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি চালু করা আমিও মনে করি দরকার। তবে চালু করতে হলে নতুন করে স্থাপনা তৈরি করতে হবে। এছাড়া জনবল তো লাগবেই। এটি চালুর ব্যাপারে আগে প্রস্তাবনা পাঠানো আছে। প্রয়োজনে আমরা আবারও প্রস্তাব পাঠাবো। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় যাক আমরাও চাই।

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাসপাতালটি চালুর ব্যাপারে আমরা কাজ করছি। যেহেতু হাসপাতালটির আশপাশে পর্যাপ্ত জায়গা রয়েছে, তাই হাসপাতালটি যদি চালু হয় জায়গাটি কাজে লাগলো এবং সাচনাবাজারের আশপাশের লোকজন সহজেই স্বাস্থ্যসেবা নিতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশ আমলে নির্মিত সাচনা বাজারের হাসপাতাল চালুর দাবি

ব্রিটিশ আমলে নির্মিত সাচনা বাজারের হাসপাতাল চালুর দাবি