সুনামগঞ্জ , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ নেই পোকামাকড়ের শঙ্কা, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের সম্ভাবনা ‘কপি-পেস্ট’ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে হবে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান সিলেটে ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ শিবিরের বিরুদ্ধে বিশ্বম্ভরপুরে অ্যাড. আব্দুল হকের গণসংযোগ প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সেরা বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা ৩ দিনের রিমান্ডে জমিয়ত নেতা আব্দুল হাফিজ

আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে : আনিসুল হক

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০১:০৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:৩৪:৫৬ পূর্বাহ্ন
আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে : আনিসুল হক
সাইফ উল্লাহ ::
রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ধর্মপাশা উপজেলায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে ধর্মপাশা উপজেলার মধ্যবাজারে উপজেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজাহারুল হক এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. আনিসুল হক। তিনি তার বক্তব্যে বলেন, হাওরকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। হাওর রক্ষা করতে হবে, কৃষক রক্ষা করতে হবে - কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে মানুষ বাঁচবে। আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করছি। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, মধ্যনগর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোশাহিদ তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির সদস্য আফসারুল আলম, ইকবাল হোসেন মন্টু, রতন আশরাফ, লাল মিয়া, সেলবরষ ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ আলী, ধর্মপাশা ইউনিয়নের আহ্বায়ক নয়ন মিয়া, পাইকুরাটি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ সরকার, কৃষকদলের আহ্বায়ক ফারুক আহমেদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ প্রমুখ। এছাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবউল্লাহ, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম তপু, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাঞ্চন আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত জনতার মাঝে বিএনপির প্রচারপত্র বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার

দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার